বিউটির খুনি, ধর্ষক বাবুল গ্রেফতার

অনলাইন ডেস্ক : অবশেষে হবিগঞ্জ বিয়ানীবাজার থেকে আটক করা হলো চাঞ্চল্যকর বিউটি ধর্ষণ ও হত্যা মামলার আসামি বাবুল মিয়াকে ।পুলিশ তাকে আটক করতে না পারলেও র্যাব তাকে আটক করতে সক্ষম হলো । বিউটিকে অপহরণ , ধর্ষণ ও হত্যা করে সে বিয়ানীবাজারের রামদা গ্রামে ফুফুর বাড়িতে লুকিয়ে ছিল ।গোপন সংবাদ পেয়ে র্যাব সেখানে অভিযান চালিয়ে বাবুল মিয়াকে আটক করে । বিউটি আক্তারকে যাতায়াতের পথে উত্ত্যক্ত করতো এই বাবুল মিয়া ।বাবুল ছিল বিউটিদের প্রতিবেশী ২ সন্তানের বাবা । এ বিষয়ে বিউটি অভিযোগ করলে গত ২১ জানুয়ারি বিউটিকে অপহরণ করে ধর্ষণ করে বাবুল ।অজ্ঞাত স্থানে আটকে রেখে ২০ দিন ধর্ষণের পর অনেক অনুরোধের পর ৯ ফেব্রুয়ারি বিউটিকে ফেরত দেয় বাবুল । এরপর গত ১২ ফেব্রুয়ারি বিউটির বাবা বাবুল ও বাবুলের মায়ের নামে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন আদালতে অপহরণ ও ধর্ষণ মামলা করেন । পুলিশ কিছুতেই আসামি বাবুলকে আটক করতে পারে না ।উপরোন্ত বাবুল মামলা তুলে নিতে হুমকি দিতে থাকে । পুনরায় বিউটিকে অপহরন করবে বলে প্রকাশ্যে ঘোষণা দেয় বাবুল । নিরাপত্তার জন্য বিউটিকে ১৩ মার্চ নানার বাড়ি লাখাইয়ে...