সপ্তাহে ১ বার ব্যবহার করুন ,যৌবন ধরে রাখুন
সৌন্দর্যের দিক দিয়ে জাপানিজ মেয়েরা সবসময়েই সুন্দরী। জাপানিদের ৫০ বছরেও মনে হবে বয়স ৩০ বছর।অনেক ৮০ বছরের জাপানিকে দেখলে মনে হবে যুবক। মজার ব্যাপার হচ্ছে, তাঁদের এই চির যৌবনের পেছনে যে উপাদানটি সবচেয়ে বেশি কাজ করে তা হল ‘ভাত’। কি, অবাক হচ্ছেন? হ্যাঁ, জাপানিজদের বয়স ধরে রাখে ভাতের তৈরি একটি ফেস প্যাক।
আসুন তাহলে জেনে নিই সেই জাদুকরী ফেসপ্যাকটির কথা,যে জিনিসটি সপ্তাহে ১বার ব্যবহার করলে থাকবে আজীবন যৌবন ধরে রাখার নিশ্চয়তা।
# যৌবন ধরে রাখার উপকরণ:
১ টেবিল চামচ গরম দুধ
১ টেবিল চামচ মধু
৩ টেবিল চামচ ভাত
-গরম ভাত চটকে নিন, নাহলে পরে শক্ত হয়ে যাবে। এর সাথে হালকা গরম বা উষ্ণ দুধ এবং মধু দিয়ে ভাল করে মিশিয়ে প্যাক তৈরি করে নিন।
– প্রথমে মুখ ভাল করে ধুয়ে ফেলুন। সম্ভব হলে কোন হালকা ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
– মুখ শুকিয়ে গেলে ভাতের প্যাকটি মুখ ও ঘাড়ে ভাল করে লাগান।
-প্যাকটি শুকিয়ে গেলে ভাত সিদ্ধ পানি বা মাড় দিয়ে মুখ ও ঘাড় ধুয়ে ফেলুন।
– যৌবন দরে রাখতে সপ্তাহে একবার ব্যবহার করুন।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন