পোস্টগুলি

জীবননগর লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

কচুরীপানা দিয়ে তৈরী একমাত্র সেতুই শিক্ষার্থীদের স্কুলে যাওয়ার পথ

ছবি
রাসেল হোসেন মুন্না , জীবননগর থেকে : চুয়াডাঙ্গা জীবননগরে দুটি গ্রামের কোমলমতি ছাত্র–ছাত্রীদের স্কুলে যাওয়া একমাত্র উপায় : ভৈরব নদীতে কচুরিপানা দিয়ে বানানো সেতু পার হয়ে । রাসেল হোসেন মুন্না: চুয়াডাঙ্গার জীবননগর দুটি গ্রামের কোমলমতি ছোট ছোট ছাত্র ছাত্রীদের স্কুলে যাওয়ার একমাত্র উপায় হচ্ছে ভৈরব নদীর উপরে কচুরিপানা দিয়ে বানানো সেতু পার হয়ে জীবনের ঝুঁকি নিয়ে । জনপ্রতিনিধিদের আশ্বাস থাকা সত্বেও এখানো তৈরি হয়নি একটি সেতু। ফলে স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের পরেতে হচ্ছে চরম দুর্ভোগে । চুয়াডাঙ্গা জেলা থেকে প্রায় ৩৪ কিলোমিটার দক্ষিন দিকে জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের প্রতাপপুরে ও রঘুনন্দনপুর গ্রামে সরেজমিনে গিয়ে দেখা যায়, জীবননগর পৌর এলাকার আশতলা পাড়ার ভৈরব নদীর পাড়ে অবস্থিত জীবননগর সরকারী প্রাথমিক বিদ্যালয় কোমলমতি শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে ভৈরব নদীর উপর কচুরিপানা দিয়ে বানানো সেতুর উপর দিয়ে হেঁটে পার হচ্ছে। স্কুলের শিক্ষার্থী ছাড়াও জরুরি প্রয়োজনে বাঁকা ইউনিয়নের প্রতাবিপুর ও রঘুনন্দনপু গ্রামের বসবাসরত এলাকাবাসীরা ভৈরব নদীর উপরে কচুরিপানা দিয়ে বানানো সেতু পার হয়ে পৌরসভার আশতলা প...