নারী ধর্ষণকারী পুরুষ সম্পর্কে যা বললেন তসলিমা নাসরিন
গত ২৩ মার্চ বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন তার ভেরিফাইড ফেইসবুক একাউন্টে একটি মেয়ের মৃতদেহ পুলিশ কর্তৃক উদ্ধার হচ্ছে এমন একটি ছবি পোষ্ট করেন ।তিনি বলেন এখানে যে পুরুষগুলো দাড়িয়ে এই নারীর ধর্ষণ জনিত মৃতদেহ দেখছে তারাই আবার একদিন সুযোগ পেলে নারীদের ধর্ষণ করবে । তসলিমা নাসরিনের লেখা এখানে হুবহু তুলে ধরা হলো....
"এভাবেই পুরুষেরা আমাদের ধর্ষণ ক'রে গলা কেটে ফেলে রাখে মাঠে। তারপর পুরুষেরাই আবার ভিড় করে দেখে আমাদের। মেয়েটি তো কচি ছিল, কচিই তো ছিল মেয়েটি! কুমারীই ছিল নিশ্চয়ই। ধর্ষকদের ঠিক কতটা আনন্দ হয়েছিল ধর্ষণে , হয়তো অনুমান করে। হয়তো ঈর্ষা করে ওদের। চুক চুক করে কেউ কেউ দুঃখ করে। আহা, বেঁচে থাকলে মেয়েটি আনন্দ দিতে পারতো আরও অসংখ্য ধর্ষককে। ভাবতে ভাবতে কারও কারও পুরুষাংগ কি উত্থিত! আজ যারা দর্শক, কাল তাদের অনেকেই ধর্ষক।"

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন