৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা করে মসজিদের ইমাম গ্রেপ্তার
দিনাজপুরের কাহারোলে সাড়ে ৪ বছরের মেয়ে শিশুকে ধর্ষণ চেষ্টা করেছে এক ইমাম ।তিনি নশিপুর গম গবেষণা কেন্দ্রের মসজিদের পেশ ইমাম মো. সাখাওয়াদ হোসেনক (৪২)। পুলিশ তাকে গ্রেফতার করেছে ।
কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নের গড়নুরপুর গ্রামের খোশালপুর ফরকানীয়া মাদ্রাসায় গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।শিশুটিকে কোলের উপর বসিয়ে ইমাম সাহেব আরবি পড়াচ্ছিলেন ।এ সময় সময় সাখাওয়াদ শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায় বলে অভিযোগ ওঠে। ইমাম সাহেবকে পুলিশ আটক করে মামলা দিয়েছেন ।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন