স্বপ্নে উড়ি স্বপ্নাকাশে------মমতাজ আহমেদ তাজ
স্বপ্নে উড়ি স্বপ্নাকাশে
—————————-
অনেক দূরের বন্ধু আমার
খুজে ফিরি তাকে ,
নিরিবিলি মনের কথা
বলবো আমি যাকে ।
—————————-
অনেক দূরের বন্ধু আমার
খুজে ফিরি তাকে ,
নিরিবিলি মনের কথা
বলবো আমি যাকে ।
ডানা মেলে স্বপ্নাকাশে
হয়ে আমি ঘুড়ি ,
তোমায় বন্ধু দেখবো বলে
স্বপ্নাকাশে উড়ি।
হয়ে আমি ঘুড়ি ,
তোমায় বন্ধু দেখবো বলে
স্বপ্নাকাশে উড়ি।
অনেক দূরে ফুল বাগিচায়
পেলাম দেখা সই,
কাছে এসে পাশে বসে
মনের কথা কই ।
পেলাম দেখা সই,
কাছে এসে পাশে বসে
মনের কথা কই ।
আনন্দে মোর হৃদয় নাচে
মিষ্টি সুরের ছন্দে ,
ঠিক তখনি ঘুম ভাঙ্গে মোর
হাসনা হেনার গন্ধে ।
মিষ্টি সুরের ছন্দে ,
ঠিক তখনি ঘুম ভাঙ্গে মোর
হাসনা হেনার গন্ধে ।
দুচোখ মেলে দেখি ওগো
বন্ধু যে নাই পাশে,
মনে প্রাণে বন্ধু আমার
স্বপ্ন হয়ে ভাসে ।
বন্ধু যে নাই পাশে,
মনে প্রাণে বন্ধু আমার
স্বপ্ন হয়ে ভাসে ।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন