শালী-দোলাভায়ের একই রশিতে আত্মহত্যা
নিজস্ব সংবাদ দাতা : ঝিনাইদহ জেলার সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়নের পূর্ব তেতুলবাড়িয়া গ্রামে একই গাছে একই রশিতে শালী ও দোলাভাই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ।গত রাতে তারা আত্মহত্যা করে এবং আজ বুধবার সকালে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ।
দোলাভাই তেতুলবাড়িয়া গ্রামের মন্টু মোল্লার ছেলে বিল্লাল হোসেন এবং শালী একই গ্রামের শাখাওয়াত হোসেনের মেয়ে কলি খাতুন ।সে নারকেল বাড়িয়া জেড এ মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী ।
৪ বছর আগে শালী কলির বড় বোনের সাথে দোলাভায়ের বিয়ে হয় ।
তাদের ৪ বছরের একটি ছেলে আছে ।
একই গ্রামে বসবাসের কারনে দোলাভাই ও শালীর মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে ।
কিছুদিন আগে তারা পালিয়ে বিয়ে করে ।অনেক খোজাখুজি করে আত্মীয় সজন তাদের ফিরিয়ে আনে ।
এরপরই তারা দুজনে প্রেমকে প্রতিষ্ঠিত করার সিদ্ধান্ত নেই ।সিদ্ধান্ত মোতাবেক গতরাতে তারা গ্রামের একটি কড়ই গাছে একই রশিতে একসঙ্গে ফাসীতে ঝুলে পড়ে ।
নারকেল বাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ বদিউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে ।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন