অন্যকে ফাঁসাতে নিজের মেয়েকে হত্যা করলো পাষণ্ড বাবা

অনলাইন ডেস্ক : বিউটি আক্তারের আসল খুনি বিউটির বাবা সায়েল আলী । হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে কিশোরী বিউটি লাশ পাওয়া যায় হাওড়ের ধারে । হত্যা মামলার বাদী সায়েদ আলী বিউটির বাবা । সে আদালতে ১৬৪ ধারায় স্বীকার করেন বাবুলকে ফাসাতে সে নিজের মেয়েকে হত্যা করেছে । জবানবন্দিতে যা বলা হয়েছে তদন্তের স্বার্থে সবকিছু প্রকাশ করা হচ্ছে না বলে জানিয়েছে পুলিশ। তবে সে নিজের মেয়েকে হত্যার কথা স্বীকার করেছে । হবিগঞ্জ পুলিশের একাধিক কর্মকর্তা এ কথা জানিয়েছেন । এর আগে আমাদের "বাংলা সংবাদ" অনলাইন পত্রিকায় আসামি বাবুলের গ্রেফতারের খবর প্রকাশিত হয়েছিল । নিচে আগের প্রচারিত খবর দেয়া হলো ,,,,,,, ------------------------------------------------- অবশেষে হবিগঞ্জ বিয়ানীবাজার থেকে আটক করা হলো চাঞ্চল্যকর বিউটি ধর্ষণ ও হত্যা মামলার আসামি বাবুল মিয়াকে ।পুলিশ তাকে আটক করতে না পারলেও র্যাব তাকে আটক করতে সক্ষম হলো । বিউটিকে অপহরণ , ধর্ষণ ও হত্যা করে সে বিয়ানীবাজারের রামদা গ্রামে ফুফুর বাড়িতে লুকিয়ে ছিল ।গোপন সংবাদ পেয়ে র্যাব সেখানে অভিযান চালিয়ে বাবুল মিয়াকে আটক করে । বিউটি আক্তারকে যাতায়াতের পথে উত্ত্যক্ত ক...