বঙ্গবন্ধুর জন্মদিন নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বিভ্রান্তি
বঙ্গবন্ধুর জন্মদিবস নিয়ে বিভ্রান্তিতে পড়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের নোটিশে কোথাও লিখছে ৯৯তম জন্মদিন আবার কোথাও লিখছে ৯৮তম জন্মদিবস । জন্মদিবস ও জন্মবার্ষিকী আসলে এক কথা নয়। বাংলা একাডেমির ব্যবহারিক বাংলা অভিধান অনুযায়ী জন্মদিন মানে ‘জন্মের দিন’। বার্ষিকী হলো নির্দিষ্ট সংখ্যক বর্ষ পূর্ণ হওয়া। সে অর্থে ২০১৮ খ্রিস্টাব্দের ১৭ মার্চ হবে বঙ্গবন্ধুর ৯৯তম জন্মদিবস এবং ৯৮তম জন্মবার্ষিকী। কিন্তু শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা এই সহজ বিষয়টাতেই বিভ্রান্তির কবলে পড়েছেন। ওয়েবসাইটে এই নোটিস পেয়ে শত শত স্কুল-কলেজ ও মাদ্রাসার প্রধানরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

অদক্ষ কর্মকর্তা
উত্তরমুছুন