নিজ মেয়েকে ধর্ষণের দায়ে পিতার যাবজ্জীবন জেল
নিজস্ব সংবাদদাতা : নিজের পঞ্চম শ্রেণী পড়ুয়া মেয়েকে ধর্ষণের দায়ে পিতা রবিউল ইসলামের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছে আদালত । অনাদায়ে আরো ৫ বছরের কারাদণ্ড দিয়েছে। পঞ্চম শ্রেণি গতকাল ২৭ মার্চ জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন আদালতে বিচারক রেজা মো: আলমগীর হোসেন এই রায় প্রদান করেন ।
মামলার সূত্র ধরে জানা যায় জামালপুর শহরতলীর রশিদপুর গ্রামের রবিউল ইসলাম তার পঞ্চম শ্রেণী পড়ুয়া শিশু কন্যাকে এক সপ্তাহ ধরে নিজের ঘরে ধর্ষণ করে । এতে শিশু কন্যা গর্ভবতী হয়ে পড়ে ।
ঘটনা জানাজানি হলে গত ১৫/৭/১৭ তারিখে বিক্ষুব্ধ গ্রামবাসী রবিউলকে ধরে পুলিশে সোপর্দ করে । ঐ দিন রাতেই রবিউলের স্ত্রী জামালপুর সদর থানায় মামলা করে ।
তদন্ত ও ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে রবিউলের বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় আদালত এই আদেশ দেন ।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন মো. আকরাম হোসেন । তিনি জানান, মামলার এই রায়ে জনগণ ও রাষ্ট্র সন্তোষ প্রকাশ করেছে এবং এই রায়ের মাধ্যমে সুবিচার এবং একটি দৃষ্টান্ত স্থাপন হয়েছে। ভবিষ্যতে কেউই আর এমন জঘন্য ধর্ষণের মতো অতি খারাপ কাজে লিপ্ত হবেন ।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন