হেলিকপ্টার হুজুর ৩য় বিয়ে করলেন নিজের পিএস এর স্ত্রীকে
কুয়াকাটার হেলিকপ্টার হুজুরের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, নিজের পিএস এর বৌকে তালাকের আগেই নিজের ৩য় স্ত্রী হিসেবে গ্রহন করার। অভিযোগকারী এনামুল হক আজাদী তার বক্তব্যের স্বপক্ষে কাবিননামার কপিও দেখাতে চেয়েছেন। এই ৩য় বিয়ের পিছনে নিশ্চিতরূপে প্রেম ঘটিত ব্যাপার ছিলো বলে অনেকেই মনে করছে ।
আড়ালে তাকে ডাকা হয় হেলিকপ্টার হুজুর। তার বিরুদ্ধে অভিযোগ বিস্তর। সময় দেন মেপে। সহকারীর কাছ থেকে শিডিউল বুকিং দিতে হয় ন্যূনতম ১ মাস আগে। একলাখ টাকা ছাড়া ওয়াজ করেন না , সাথে হেলিকপ্টার ভাড়াও দিতে হয় । একই দিনে একাধিক স্থানে ওয়াজ করেন । শীতকালে তো শিডিউলই পাওয়া যায় না। কিন্তু দেন দরবার করে বিশেষ সুযোগ সুবিধা দেয়া হলে শিডিউল মিলে যায়। তবে দিনে একাধিক জায়গায় ওয়াজে যেতে হলে হেলিকপ্টার ব্যবহার করেন আকছার। কোরআন হাদীস বাদ দিয়ে মনগড়া কেচ্ছা-কাহিনী বলে নিজের পকেট ভারি করেন।
দামি মোবাইল ফোন, ল্যাপটপসহ আধুনিক জীবনযাত্রার সকল অনুষঙ্গই ব্যবহার করে অভ্যস্ত
সূত্র : বাংলামেইল৭১।
।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন