পোস্টগুলি

বাবা লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

আমার সন্তানের বাবা বিশ্ববিদ্যালয়ের ভিসি , আমি স্বীকৃতি চাই

ছবি
অনলাইন নিউজ : গোপালগঞ্জের বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির যৌন হয়রানির বিরুদ্ধে অবশেষে মুখ খুললেন আফরিদা খাতুন ঝিলিক (১৯) নামে এক নারী কর্মচারী। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে এমএলএসএস হিসেবে মাস্টার রোলভিত্তিক নিয়োগপ্রাপ্ত নারী কর্মচারী ঝিলিক তার শিশু সন্তানকে বুকে জড়িয়ে আর্তনাদ করে ভিসি ভবনের সামনে সন্তানের স্বীকৃতি চান। এ সময় ঝিলিক ভিসিকে তার সন্তানের বাবা দাবি করে চিৎকার দিয়ে বলেন, ‘আমার সন্তানের বাবা ভিসি। এই সন্তানের সঙ্গে ভিসির চেহারার অনেক মিল আছে।’ এ সময় ভিসি খোন্দকার নাসির উদ্দীন তার লোকজন দিয়ে ঝিলিককে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের তৃতীয় তলার একটি কক্ষে দীর্ঘ সময় আটকে রাখেন এবং বিভিন্ন প্রকার হুমকি দেন। ভিসির নারী কেলেঙ্কারির বিষয়টি এখন টক অব দ্যা টাউনে পরিণত হয়েছে। কান্নাজড়িত কণ্ঠে নির্যাতিত ঝিলিক বলেন, ‘আজ আমি সবকিছু ফাঁস করে দেব। খুলে দেব মানুষ নামের নরপশুর মুখোশ। আমার সন্তানের বাবা তুমি। আমার সবকিছু কেড়ে নিয়েছো। আমার কাছে তোমার সব অপকর্মের প্রমাণ আছে। সবার সামনে তোমার মুখোশ খুলে দেব। সূত্র : তাজাখবর

অন‍্যকে ফাঁসাতে নিজের মেয়েকে হত্যা করলো পাষণ্ড বাবা

ছবি
অনলাইন ডেস্ক : বিউটি আক্তারের আসল খুনি বিউটির বাবা সায়েল আলী । হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে কিশোরী বিউটি লাশ পাওয়া যায় হাওড়ের ধারে । হত্যা মামলার বাদী সায়েদ আলী বিউটির বাবা । সে আদালতে ১৬৪ ধারায় স্বীকার করেন বাবুলকে ফাসাতে সে নিজের মেয়েকে হত্যা করেছে । জবানবন্দিতে যা বলা হয়েছে তদন্তের স্বার্থে সবকিছু প্রকাশ করা হচ্ছে না বলে জানিয়েছে পুলিশ। তবে সে নিজের মেয়েকে হত্যার কথা স্বীকার করেছে । হবিগঞ্জ পুলিশের একাধিক কর্মকর্তা এ কথা জানিয়েছেন । এর আগে আমাদের "বাংলা সংবাদ" অনলাইন পত্রিকায় আসামি বাবুলের গ্রেফতারের খবর প্রকাশিত হয়েছিল । নিচে আগের প্রচারিত খবর দেয়া হলো ,,,,,,, ------------------------------------------------- অবশেষে হবিগঞ্জ বিয়ানীবাজার থেকে আটক করা হলো চাঞ্চল্যকর বিউটি ধর্ষণ ও হত্যা মামলার আসামি বাবুল মিয়াকে ।পুলিশ তাকে আটক করতে না পারলেও র‍্যাব তাকে আটক করতে সক্ষম হলো । বিউটিকে অপহরণ , ধর্ষণ ও হত্যা করে সে বিয়ানীবাজারের রামদা গ্রামে ফুফুর বাড়িতে লুকিয়ে ছিল ।গোপন সংবাদ পেয়ে র‍্যাব সেখানে অভিযান চালিয়ে বাবুল মিয়াকে আটক করে । বিউটি আক্তারকে যাতায়াতের পথে উত্ত‍্যক্ত ক...