হোটেল কক্ষে নিহত যুবকের পাশে অচেতন সুন্দরী নারী
গত মঙ্গলবার রাতে কূয়াকাটার পর্যটন এলাকার হোটেল পায়রা থেকে এক যুবকের মৃতদেহ ও তার পাশ থেকে অচেতন আবস্থায় এক নারীকে উদ্ধার করা হয়েছে ।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, গেলো ১৮ মার্চ স্বামী-স্ত্রী পরিচয়ে ওই দুই পর্যটক কুয়াকাটার আবাসিক হোটেল পায়রার ৩০১ নম্বর কক্ষে উঠেন। মঙ্গলবার দিনভর তাদের কোনো সাড়া না পাওয়ায় পুলিশকে খবর দেয় হোটেল কর্তৃপক্ষ।
পুলিশ এসে দরজা ভেঙে তাদের উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যার হাসপাতালে পাঠান । সেখানে ডাক্তার বলেন যুবক মৃত এবং নারী এখানো বেঁচে আছে । তবে নারী অচেতন হয়ে কোনো প্রকারে বেঁচে আছে ।
হোটেলের নথিভুক্ত ঠিকায় লেখা আছে যুবকের নাম জাহিদুল ।বাড়ি খুলনা সোনাডাঙ্গা ।সে খুলনা বিএল কলেজের ছাত্র ।হোটেল কক্ষে শতাধিক ক্লোনাজিপাম ঘুমের বড়ির খোসা পাওয়া গেছে ।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন