খালেদা জিয়াকে মুক্ত করতে ১১৪ কোটি টাকা নিবেন ব্রিটিশ আইনজীবী !
বেগম জিয়া বাংলাদেশ থেকে মুক্তি এবং লন্ডনে রাজনৈতিক আশ্রয় লাভের পুরো কাজটা করতে লর্ড কারলাইল এক লাখ পাউন্ড (বাংলাদেশি টাকায় ১১৪ কোটি টাকা) নেবেন। ইতিমধ্যে তাঁকে অর্ধেক টাকা পরিশোধ করা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে তিনি যুক্তরাজ্যে বেগম জিয়ার রাজনৈতিক আশ্রয় লাভের আবেদন করবেন। এই আবেদনের পর বিএনপি চেয়ারপারসন বাংলাদেশ সরকারের কাছে প্যারোলের আবেদন করবেন।
বেগম জিয়ার দুর্নীতি মামলা লড়তে নয়, বরং নিরাপদে তাঁকে লন্ডন আশ্রয় দিতেই নিয়োগ দেওয়া হয়েছে লর্ড কারলাইলকে। বিএনপি এবং জিয়া পরিবারের ঘনিষ্ঠ সূত্রগুলো এই তথ্য নিশ্চিত করেছে। মঙ্গলবার লর্ড কারলাইল বেগম জিয়ার দুই আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আলী এবং খন্দকার মাহাবুব হোসেনের সঙ্গে কথা বলেছেন।
সূত্র : বাংলাদেশ প্রেস

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন