১ টাকায় ১০ কিমি পথ পাড়ি দেবে যে বাইক
তেল চালিত বাইকের পাশাপাশি সড়কে এখন দেখা যাচ্ছে ইলেক্ট্রনিক বাইক। জ্বালানীর লাগবে না মোটেও। তাই সবাই কিনছেন এই ই-বাইক। ব্যাটারি চালিত এসব বাইকের খরচ অনেক কম। ভারতের বাজারে এমন একটি ই-বাইক এসেছে, যে বাইকটি ১ টাকার বিদ্যুৎ খরচ করে চলবে ১০ কিলোমিটার পথ।
মূল্য ৬০ হাজার রুপি । গতিবেগ ঘণ্টায় ৭৫ কিমি। একবার চার্জ দিলে চলবে ১৭০ কিলোমিটার পথ । ভারতের বাজারে এটাই এখন সবচেয়ে দ্রুত গতির ইলেকট্রনিক বাইক ।

I want to buy it my contact number 01781797578
উত্তরমুছুন