পোস্টগুলি

মার্চ, ২০১৮ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

বিউটির খুনি, ধর্ষক বাবুল গ্রেফতার

ছবি
অনলাইন ডেস্ক : অবশেষে হবিগঞ্জ বিয়ানীবাজার থেকে আটক করা হলো চাঞ্চল্যকর বিউটি ধর্ষণ ও হত্যা মামলার আসামি বাবুল মিয়াকে ।পুলিশ তাকে আটক করতে না পারলেও র‍্যাব তাকে আটক করতে সক্ষম হলো । বিউটিকে অপহরণ , ধর্ষণ ও হত্যা করে সে বিয়ানীবাজারের রামদা গ্রামে ফুফুর বাড়িতে লুকিয়ে ছিল ।গোপন সংবাদ পেয়ে র‍্যাব সেখানে অভিযান চালিয়ে বাবুল মিয়াকে আটক করে । বিউটি আক্তারকে যাতায়াতের পথে উত্ত‍্যক্ত করতো এই বাবুল মিয়া ।বাবুল ছিল বিউটিদের প্রতিবেশী ২ সন্তানের বাবা । এ বিষয়ে বিউটি অভিযোগ করলে গত ২১ জানুয়ারি বিউটিকে অপহরণ করে ধর্ষণ করে বাবুল ।অজ্ঞাত স্থানে আটকে রেখে ২০ দিন ধর্ষণের পর অনেক অনুরোধের পর ৯ ফেব্রুয়ারি বিউটিকে ফেরত দেয় বাবুল । এরপর গত ১২ ফেব্রুয়ারি বিউটির বাবা বাবুল ও বাবুলের মায়ের নামে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন আদালতে অপহরণ ও ধর্ষণ মামলা করেন । পুলিশ কিছুতেই আসামি বাবুলকে আটক করতে পারে না ।উপরোন্ত বাবুল মামলা তুলে নিতে হুমকি দিতে থাকে । পুনরায় বিউটিকে অপহরন করবে বলে প্রকাশ‍্যে ঘোষণা দেয় বাবুল । নিরাপত্তার জন্য বিউটিকে ১৩ মার্চ নানার বাড়ি লাখাইয়ে

সম্ত্রাসীদের কাছে অনুমতি না নিয়ে এলাকায় ঢুকে পড়ায় পুলিশকে বেধকড় মারপিঠ

ছবি
অনলাইন ডেস্ক :সম্ত্রাসীদের কাছে অনুমতি না নিয়ে বগুড়া শহরের নির্দিষ্ট এলাকায় যাওয়ায় পুলিশকে বেধকড় মারপিঠ করলো ৪ সম্ত্রাসী ।পরে সেখানে আরো পুলিশ উপস্থিত হয়ে আহত দুই পুলিশকে উদ্ধার করে জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।বিস্তারিত পড়ুন নিচের লিংকে ,,,, http://dhakanewsbd.net/%e0%a6%a4%e0%a7%81%e0%a6%87-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b6-%e0%a6%b9%e0%a6%87%e0%a6%9b%e0%a6%bf%e0%a6%b8-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%95%e0%a7%80-%e0%a6%b9/

জয়নাল হাজারীর সঙ্গে কে এই নারী ?

ছবি
জয়নাল হাজারীর সঙ্গে কে এই মেয়েটি ? জেনে নিন সাবেক এমপি জয়নাল হাজারীর নিকট থেকে ..... "২৬শে মার্চের স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির সংবর্ধণা অনুষ্ঠানে বঙ্গভবনে গিয়েছিলাম। সেখানে অসংখ্য গুরুত্বপূর্ণ মানুষদের সঙ্গে দেখা হয়েছে। অনেক মন্ত্রী সচিবের সঙ্গে ছবিও তুলেছি। এক পর্যায়ে দুটো মেয়ে আমার পাশ দিয়ে হাটছিল। হঠাৎ একজন বলে উঠল হাজারী ভাই অনেক দিন পর আপনার সঙ্গে দেখা আপনার সঙ্গে একটি ছবি তুলব । আমি সঙ্গে সঙ্গে সায় দিলাম। সে বলছিল আমি ছোটবেলা থেকেই আপনার ভক্ত।ছবিটি মেয়েটির মোবাইলেও ধারণ করেছে আমার মোবাইলেও ধারণ করা হয়েছে। পরিচয়ের মধ্যে সে বলেছিল রুহুল হক সাহেবের ট্রমা সেন্টারের ডাক্তার। ছবিটি আমার মোবাইলে এক অপরূপ দৃশ্যের অবতারণা করেছে। তাই সেটিকে ফেসবুকে ছেড়ে দিলাম, চতুরদিকে হৈচৈ পড়ে গেল। আর হাজারো প্রশ্নবাণে জড়-জড়িত হতে থাকলাম। কেউ বলে বাড়ি কোথায়, পরিচয় কেমনে, স্বামী আছে কি নাই, ঠিকানা কি ইত্যাদি। তবে ছবিটির ভিউয়ারদের মধ্যে প্রায় সকলেই এটা নিয়ে রং তামাসা বা কৌতুক করেছে। কেউ কিন্তু কোন বিরূপ মন্তব্য করেনি। আমি তাই ভিউয়ারদের কাছে কৃতজ্ঞ। আসলেই অতি স্বাভাবিকভাবেই এই ছবিটির জন্ম। এর পেছনে বি

নিজ মেয়েকে ধর্ষণের দায়ে পিতার যাবজ্জীবন জেল

ছবি
নিজস্ব সংবাদদাতা : নিজের পঞ্চম শ্রেণী পড়ুয়া মেয়েকে ধর্ষণের দায়ে পিতা রবিউল ইসলামের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছে আদালত । অনাদায়ে আরো ৫ বছরের কারাদণ্ড দিয়েছে। পঞ্চম শ্রেণি গতকাল ২৭ মার্চ জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন আদালতে বিচারক রেজা মো: আলমগীর হোসেন এই রায় প্রদান করেন । মামলার সূত্র ধরে জানা যায় জামালপুর শহরতলীর রশিদপুর গ্রামের রবিউল ইসলাম তার পঞ্চম শ্রেণী পড়ুয়া শিশু কন্যাকে এক সপ্তাহ ধরে নিজের ঘরে ধর্ষণ করে । এতে শিশু কন্যা গর্ভবতী হয়ে পড়ে । ঘটনা জানাজানি হলে গত ১৫/৭/১৭ তারিখে বিক্ষুব্ধ গ্রামবাসী রবিউলকে ধরে পুলিশে সোপর্দ করে । ঐ দিন রাতেই রবিউলের স্ত্রী জামালপুর সদর থানায় মামলা করে । তদন্ত ও ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে রবিউলের বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় আদালত এই আদেশ দেন । মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন মো. আকরাম হোসেন । তিনি জানান, মামলার এই রায়ে জনগণ ও রাষ্ট্র সন্তোষ প্রকাশ করেছে এবং এই রায়ের মাধ্যমে সুবিচার এবং একটি দৃষ্টান্ত স্থাপন হয়েছে। ভবিষ্যতে কেউই আর এমন জঘন্য ধর্ষণের মতো অতি খারাপ কাজে লিপ্ত হ

শালী-দোলাভায়ের একই রশিতে আত্মহত্যা

ছবি
নিজস্ব সংবাদ দাতা : ঝিনাইদহ জেলার সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়নের পূর্ব তেতুলবাড়িয়া গ্রামে একই গাছে একই রশিতে শালী ও দোলাভাই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ।গত রাতে তারা আত্মহত্যা করে এবং আজ বুধবার সকালে পুলিশ মৃতদেহ উদ্ধার করে । দোলাভাই তেতুলবাড়িয়া গ্রামের মন্টু মোল্লার ছেলে বিল্লাল হোসেন এবং শালী একই গ্রামের শাখাওয়াত হোসেনের মেয়ে কলি খাতুন ।সে নারকেল বাড়িয়া জেড এ মাধ্যমিক বিদ‍্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী । ৪ বছর আগে শালী কলির বড় বোনের সাথে দোলাভায়ের বিয়ে হয় । তাদের ৪ বছরের একটি ছেলে আছে । একই গ্রামে বসবাসের কারনে দোলাভাই ও শালীর মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে । কিছুদিন আগে তারা পালিয়ে বিয়ে করে ।অনেক খোজাখুজি করে আত্মীয় সজন তাদের ফিরিয়ে আনে । এরপরই তারা দুজনে প্রেমকে প্রতিষ্ঠিত করার সিদ্ধান্ত নেই ।সিদ্ধান্ত মোতাবেক গতরাতে তারা গ্রামের একটি কড়ই গাছে একই রশিতে একসঙ্গে ফাসীতে ঝুলে পড়ে । নারকেল বাড়িয়া পুলিশ ক‍্যাম্পের ইনচার্জ বদিউর রহমান ঘটনার সত‍্যতা স্বীকার করে ।

সৌদিতে বাপ-ছেলে একসঙ্গে নির্যাতন করে কাজের মহিলাদের

ছবি
”রাতে গোসল করিয়ে আমারে পাতলা ফিনফিনে কাপড় পরতে দেয়। আমি পাতলা কাপড় পরতে না চাইলে মারধর শুরু করে। এরপর আমার ঘরে প্রথমে আসে ছেলে, পরে আসে বাপ। তারপর আমারে…।” এভাবেই সৌদি আরবে থাকাকালীন নির্যাতনের ঘটনাগুলো বর্ণনা করছিলেন সেখান থেকে ফেরত আসা নারী শ্রমিক ময়না বেগম। তাদের বর্ণনায় উঠে এসেছে নারী শ্রমিকদের ওপর ভয়াবহ শারীরিক নির্যাতনের চিত্র। আর সেই নির্যাতনে শামিল হন একই পরিবারের একাধিক সদস্য। কখনো দুই ভাই, কখনো বাবা-ছেলে। এছাড়া বাংলাদেশ থেকে বিভিন্ন হাসপাতাল, শপিং মল, রেস্ট্যুরেন্টে চাকরি দেওয়ার কথা বলে নারীদের মধ্যপ্রাচ্যে পাঠানো হলেও অধিকাংশ নারীর জায়গা হয় বিভিন্ন পরিবারে গৃহপরিচারিকার কাজে। আর সেখানে অনেকটা দাসী হয়ে পার করতে হয় দিন। প্রতিবাদ করলে নেমে আসে অকথ্য নির্যাতন। দেশে ফিরতে চাইলেও অনেক সময় সে সুযোগ মেলে না। কিন্তু সেখানে গিয়ে তাকে একটি বাড়িতে কাজের জন্য নেওয়া হয় এবং শিকার হতে হয় নির্যাতনের। ‘প্রথমে আমাকে বিমানবন্দর থেকে গাড়িতে নিতে আসেন দুই পুরুষ। দেখে ভয় পাই। পরে ওই বাড়িতে ঢুকে যখন এক মহিলা দেখি তখন মনে সাহস আসে। কিন্তু রাতে গোসল করিয়ে আমারে পাতলা ফিনফিনে কাপড় পরতে দেয়। আমি পাত

সপ্তাহে ১ বার ব‍্যবহার করুন ,যৌবন ধরে রাখুন

ছবি
সৌন্দর্যের দিক দিয়ে জাপানিজ মেয়েরা সবসময়েই সুন্দরী। জাপানিদের ৫০ বছরেও মনে হবে বয়স ৩০ বছর।অনেক ৮০ বছরের জাপানিকে দেখলে মনে হবে যুবক। মজার ব্যাপার হচ্ছে, তাঁদের এই চির যৌবনের পেছনে যে উপাদানটি সবচেয়ে বেশি কাজ করে তা হল ‘ভাত’। কি, অবাক হচ্ছেন? হ্যাঁ, জাপানিজদের বয়স ধরে রাখে ভাতের তৈরি একটি ফেস প্যাক। আসুন তাহলে জেনে নিই সেই জাদুকরী ফেসপ্যাকটির কথা,যে জিনিসটি সপ্তাহে ১বার ব্যবহার করলে থাকবে আজীবন যৌবন ধরে রাখার নিশ্চয়তা। # যৌবন ধরে রাখার উপকরণ: ১ টেবিল চামচ গরম দুধ ১ টেবিল চামচ মধু ৩ টেবিল চামচ ভাত -গরম ভাত চটকে নিন, নাহলে পরে শক্ত হয়ে যাবে। এর সাথে হালকা গরম বা উষ্ণ দুধ এবং মধু দিয়ে ভাল করে মিশিয়ে প্যাক তৈরি করে নিন। – প্রথমে মুখ ভাল করে ধুয়ে ফেলুন। সম্ভব হলে কোন হালকা ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে ফেলুন। – মুখ শুকিয়ে গেলে ভাতের প্যাকটি মুখ ও ঘাড়ে ভাল করে লাগান। -প্যাকটি শুকিয়ে গেলে ভাত সিদ্ধ পানি বা মাড় দিয়ে মুখ ও ঘাড় ধুয়ে ফেলুন। – যৌবন দরে রাখতে সপ্তাহে একবার ব্যবহার করুন।

৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা করে মসজিদের ইমাম গ্রেপ্তার

ছবি
দিনাজপুরের কাহারোলে সাড়ে ৪ বছরের মেয়ে শিশুকে ধর্ষণ চেষ্টা করেছে এক ইমাম ।তিনি নশিপুর গম গবেষণা কেন্দ্রের মসজিদের পেশ ইমাম মো. সাখাওয়াদ হোসেনক (৪২)। পুলিশ তাকে গ্রেফতার করেছে । কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নের গড়নুরপুর গ্রামের খোশালপুর ফরকানীয়া মাদ্রাসায় গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।শিশুটিকে কোলের উপর বসিয়ে ইমাম সাহেব আরবি পড়াচ্ছিলেন ।এ সময় সময় সাখাওয়াদ শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায় বলে অভিযোগ ওঠে। ইমাম সাহেবকে পুলিশ আটক করে মামলা দিয়েছেন ।

নারী ধর্ষণকারী পুরুষ সম্পর্কে যা বললেন তসলিমা নাসরিন

ছবি
গত ২৩ মার্চ বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন তার ভেরিফাইড ফেইসবুক একাউন্টে একটি মেয়ের মৃতদেহ পুলিশ কর্তৃক উদ্ধার হচ্ছে এমন একটি ছবি পোষ্ট করেন ।তিনি বলেন এখানে যে পুরুষগুলো দাড়িয়ে এই নারীর ধর্ষণ জনিত মৃতদেহ দেখছে তারাই আবার একদিন সুযোগ পেলে নারীদের ধর্ষণ করবে । তসলিমা নাসরিনের লেখা এখানে হুবহু তুলে ধরা হলো.... "এভাবেই পুরুষেরা আমাদের ধর্ষণ ক'রে গলা কেটে ফেলে রাখে মাঠে। তারপর পুরুষেরাই আবার ভিড় করে দেখে আমাদের। মেয়েটি তো কচি ছিল, কচিই তো ছিল মেয়েটি! কুমারীই ছিল নিশ্চয়ই। ধর্ষকদের ঠিক কতটা আনন্দ হয়েছিল ধর্ষণে , হয়তো অনুমান করে। হয়তো ঈর্ষা করে ওদের। চুক চুক করে কেউ কেউ দুঃখ করে। আহা, বেঁচে থাকলে মেয়েটি আনন্দ দিতে পারতো আরও অসংখ্য ধর্ষককে। ভাবতে ভাবতে কারও কারও পুরুষাংগ কি উত্থিত! আজ যারা দর্শক, কাল তাদের অনেকেই ধর্ষক।"

দেখুন সাবরেজিস্টারের ঘুষ গ্রহণের ভিডিও

ছবি
আড়াইহাজার উপজেলার সাবরেজিস্টার ইছাহক আলী প্রতিটি দলিলে স্বাক্ষরের জন্য ঘুষ নিচ্ছেন ।

মাদ্রাসা শিক্ষা বোর্ড জানে না স্বাধীনতা দিবস কবে !

ছবি
স্বাধীনতা দিবসের সঠিক তারিখ জানে না বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড! মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আপলোড করা একটি চিঠিতে এমন তথ্য দেখা গেছে । দৈন্যদশা ফুটে উঠেছে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর মোঃ মজিবুর রহমান স্বাক্ষরিত একটি চিঠিতে ‘২৫ ডিসেম্বর গণহত্যা এবং ২৬ ডিসেম্বর মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস’ হিসেবে উল্লেখ করা হয়েছে। দিবস দুটি পালনে ভুল বার্তার এই চিঠি পৌঁছে গেছে সব মাদ্রাসায়। উল্লেখ্য, ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। কিন্তু মাদ্রাসা বোর্ড কর্তৃপক্ষ এই দিবস দুটি ২৫ ডিসেম্বর ও ২৬ ডিসেম্বর উল্লেখ করেছে । জানতে চাইলে মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর এ, কে, এম ছায়েফ উল্যা শনিবার রাতে বলেন, প্রোগ্রামারের ভুলে স্বাধীনতা দিবসে মাসের নাম ভুল হয়েছে।

বিনামূল্যে স্কুল ম‍্যানেজমেন্ট সফটওয়্যার পাবে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান

ছবি
                  গুগল সেপার টিম কুমিল্লা থেকে পরিচালিত একটি আইটি ফার্ম। যারা গত তিন বছর যাবত কুমিল্লাসহ দেশের সহস্রাধিক শিক্ষা প্রতিষ্ঠানে ডায়নামিক ওয়েব সাইট এবং স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার সরবরাহ করছে খুবই স্বল্প মূল্যে। শিক্ষার ডিজিটাল রূপান্তরে বাংলাদেশে সর্বপ্রথম এ টিম সবচেয়ে বেশি কাজ করেছে। সাম্প্রতিক এক অফিসিয়ালি মিটিংয়ে প্রতিষ্ঠানের সিইও গিয়াস উদ্দিন পিয়াস সারাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে সম্পূর্ণ বিনা খরচে সফটওয়্যারটি সরবরাহ করার সিদ্ধান্ত গ্রহণ করেন।     দেশকে ডিজিটালে রূপান্তরিত করতে সবার এগিয়ে আসা জরুরী।  বিশেষত শিক্ষার ডিজিটাল রূপান্তরের মধ্য দিয়ে দেশ শতভাগ ডিজিটালে উন্নীত হবে।  আমাদের শিল্প কারখানা, কৃষি, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, হাসপাতাল সব মিলিয়ে সব সেক্টরই ডিজিটাল করণ জরুরী। প্রতিটি ক্ষেত্রই মাননীয় প্রধানমন্ত্রী এবং এ সরকারের উদ্যোগে ডিজিটালে রূপান্তরের পথে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন সফটওয়্যার প্রদানের নামে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছাত্রছাত্রীদের বেতনের সাথে যে অতিরিক্ত ফি যুক্ত করেছেন তা অনৈতিক এবং দেশবাসীকে ডিজিটাল বিমুখ করার সামিল

মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ করে মসজিদের ইমাম গ্রেফতার

ছবি
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষন করেছে এক মসজিদের ইমাম ।পুলিশ তাকে আটক করেছে । ঐ ছাত্রীর বড় ভাইয়ের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঐ ইমাম কে আটক করেছে। পুলিশগত বুধবার ইমাম কে আটক করে বলেছে ঐ ছাত্রী মক্তবে পড়তে গিয়ে ঐ ইমাম কতৃক একাধিকবার ধর্ষণের শিকার হয়েছে বলে মামলায় উল্লেখ আছে । মামলার এজাহার সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া উপজেলার অলুয়া সিনিয়র মাদরাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী বাড়ির পার্শ্ববর্তী মসজিদের ইমাম আবুল বাশারের কাছে কোরআন শিখতে প্রতিদিন মক্তবে যায়। দীর্ঘ প্রায় ৬ মাস যাবৎ মক্তবে পড়াকালে ইমাম আবুল বাশার ছাত্রীকে মসজিদের ২য় তলায় ছাদে কয়েক মাস পূর্ব থেকে একাধিকবার ধর্ষণ করে। ঐ ছাত্রীর বড় ভাই ইমামের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে ব্রাহ্মণপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেন। মামলার পরদিন গত বুধবার অভিযুক্ত ইমাম দেবিদ্বার উপজেলার নোয়াগাঁও গ্রামের মো. আবু তাহেরের ছেলে মো. আবুল বাশারকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

প্রধান শিক্ষক ফেনসিডিলসহ গ্রেফতার

ছবি
কুড়িগ্রামের জেলার ভুরুঙ্গামারীতে ফেনসিডিলসহ আটক হয়েছেন এক প্রাইমারীর প্রধান শিক্ষক। ঐ প্রধান শিক্ষকের নাম মোস্তাফিজুর রহমান ।ঐ শিক্ষককে আটক করেছে পুলিশ। গতকাল সন্ধ্যায় দক্ষিণ শিংঝাড় গ্রাম থেকে প্রধান শিক্ষক মোস্তাফিজুরকে ফেনসিডিলসহ পুলিশ আটক করে । তার কাছে এক বোতল ফেনসিডিলসহ ছিল। মোস্তাফিজুর রহমান বাড়াইটারী আঙ্গারিয়া গ্রামের অধিবাসী। মোস্তাফিজুর বাড়াইটারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষা কমিটির সদস্য। পুলিশ জানায়, এসআই আরিফের নেতৃত্বে টহল পুলিশের দল তাকে বোতলসহ আটক করে। অভিযুক্ত প্রধান শিক্ষককের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করে কুড়িগ্রাম আদালতে চালান করা হয়েছে।

স্বামীর শোকে পৃথিবী থেকে বিদায় নিলেন পাইলটের স্ত্রী

ছবি
নেপালের কাঠমুন্ডুতে বিমান দুর্ঘটনায় নিহত পাইলট আবিদ সুলতানের স্ত্রী আফসানা খানম পৃথিবী থেকে চিরবিদায় নিলেন আজ সকাল ৯ টায়। ইন্না লিল্লাহি ,,,,,রাজিউন । রাজধানীর শেরেবাংলা নগরের ন‍্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস এ্যান্ড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার সকাল ৯ টায় তিনি ইন্তেকাল করেন । হাসপাতালের যুগ্ম পরিচালক অধ্যাপক ডা. বদরুল আলম এ তথ্য নিশ্চিত করেন।। তিনি স্বামীর মৃত্যুর খবর শুনে গত ১৮ মার্চ স্ট্রোক করেন ‌। এর পর থেকেই আফসানা হাসপাতালে আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন ।

হেলিকপ্টার হুজুর ৩য় বিয়ে করলেন নিজের পিএস এর স্ত্রীকে

ছবি
কুয়াকাটার হেলিকপ্টার হুজুরের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, নিজের পিএস এর বৌকে তালাকের আগেই নিজের ৩য় স্ত্রী হিসেবে গ্রহন করার​। অভিযোগকারী এনামুল হক আজাদী তার বক্তব্যের স্বপক্ষে কাবিননামার কপিও দেখাতে চেয়েছেন। এই ৩য় বিয়ের পিছনে নিশ্চিতরূপে প্রেম ঘটিত ব‍্যাপার ছিলো বলে অনেকেই মনে করছে । আড়ালে তাকে ডাকা হয় হেলিকপ্টার হুজুর। তার বিরুদ্ধে অভিযোগ বিস্তর​। সময় দেন মেপে। সহকারীর কাছ থেকে শিডিউল বুকিং দিতে হয় ন্যূনতম ১ মাস আগে। একলাখ টাকা ছাড়া ওয়াজ করেন না , সাথে হেলিকপ্টার ভাড়াও দিতে হয় । একই দিনে একাধিক স্থানে ওয়াজ করেন । শীতকালে তো শিডিউলই পাওয়া যায় না। কিন্তু দেন দরবার করে বিশেষ সুযোগ সুবিধা দেয়া হলে শিডিউল মিলে যায়। তবে দিনে একাধিক জায়গায় ওয়াজে যেতে হলে হেলিকপ্টার ব্যবহার করেন আকছার। কোর​আন হাদীস বাদ দিয়ে মনগ​ড়া কেচ্ছা-কাহিনী বলে নিজের পকেট ভারি করেন​। দামি মোবাইল ফোন, ল্যাপটপসহ আধুনিক জীবনযাত্রার সকল অনুষঙ্গই ব্যবহার করে অভ্যস্ত সূত্র : বাংলামেইল৭১। ।

ঘরে বসেই যাদু শিখুন

ছবি
ছবিতে ক্লিক দিয়ে যাদু দেখুন । শিখতে চাইলে কমেন্ট করুন এবং মোবাইল ফোন নম্বর দিন ,,,

আজ বাজারে আসছে ৭০ টাকা মূল‍্যমানের নোট

ছবি
স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ৭০ টাকা মূল্যমানের স্মারক নোট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মতিঝিল বাংলাদেশ ব‍্যাংক থেকে এই নোট ক্রয় করা যাবে ।পরবর্তীতে দেশের সব ব‍্যাংক শাখা থেকে পাওয়া যাবে ।সধারন খাম সহ এই নোটটি পাওয়া যাবে ৭০ টাকা । দৃষ্টি নন্দন খাম ও ফোল্ডার সহ নোটটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা ।স্মৃতি হিসেবে সংগ্রহে রাখতে পারেন ।

খালেদা জিয়াকে মুক্ত করতে ১১৪ কোটি টাকা নিবেন ব্রিটিশ আইনজীবী !

ছবি
বেগম জিয়া বাংলাদেশ থেকে মুক্তি এবং লন্ডনে রাজনৈতিক আশ্রয় লাভের পুরো কাজটা করতে লর্ড কারলাইল এক লাখ পাউন্ড (বাংলাদেশি টাকায় ১১৪ কোটি টাকা) নেবেন। ইতিমধ্যে তাঁকে অর্ধেক টাকা পরিশোধ করা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে তিনি যুক্তরাজ্যে বেগম জিয়ার রাজনৈতিক আশ্রয় লাভের আবেদন করবেন। এই আবেদনের পর বিএনপি চেয়ারপারসন বাংলাদেশ সরকারের কাছে প্যারোলের আবেদন করবেন। বেগম জিয়ার দুর্নীতি মামলা লড়তে নয়, বরং নিরাপদে তাঁকে লন্ডন আশ্রয় দিতেই নিয়োগ দেওয়া হয়েছে লর্ড কারলাইলকে। বিএনপি এবং জিয়া পরিবারের ঘনিষ্ঠ সূত্রগুলো এই তথ্য নিশ্চিত করেছে। মঙ্গলবার লর্ড কারলাইল বেগম জিয়ার দুই আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আলী এবং খন্দকার মাহাবুব হোসেনের সঙ্গে কথা বলেছেন। সূত্র : বাংলাদেশ প্রেস

শিক্ষক ছাত্রী কঠিন প্রেম, এলাকায় তোলপাড়

ছবি
সেন্টমার্টিন দ্বীপে শিক্ষক-ছাত্রীর অসম বাল্য বিয়ের অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে সেন্টমার্টিন দ্বীপে তোলপাড় চলছে। এদিকে বাল্য বিয়ে করার অভিযোগে শিক্ষককে চাকুরী থেকে বরখাস্ত করা হয়েছে। জানা গেছে, সেন্টমার্টিন দ্বীপ সরকারী প্রাইমারী স্কুলে প্যারা-টিচার হিসাবে কর্মরত সাইদুর রহমান। পৈত্রিক নিবাস নেত্রকোনা। বয়স ৪০ এর উপরে। গত প্রায় ৮ বছর আগে জীবিকার সন্ধানে সেন্টমার্টিন দ্বীপে এসেছিলেন। কিছুদিন ভবঘুরে হিসাবে থাকার পর ২নং ওয়ার্ডের সাবেক মেম্বার আবদুল আমিনের চা দোকানের কর্মচারী হিসাবে কাজ করেন। এরপর তিনি একটি ছোট্ট একটি দোকান দেন। থাকতেন দ্বীপের জেলা পরিষদ ডাক বাংলোর ছাদে। সেখানে অবস্থান করে বেশ কয়েকজন স্কুল শিক্ষার্থীদের প্রাইভেট পড়াতেন। তাদের মধ্যে স্কুল ছাত্রী হাফসা বিবি একজন। হাফসা বিবি সেন্টমার্টিন দ্বীপ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ডেইলপাড়া হাকিম আলী ও সাইলা বেগমের মেয়ে। এরপর সরকারী প্রাইমারী স্কুলে শিক্ষক সংকটের সুবাদে তৎকালীন ম্যানেজিং কমিটির সহায়তায় ২০১৫ সালের মাঝামাঝি সময়ে সেন্টমার্টিন দ্বীপ সরকারী প্রাইমারী স্কুলে প্যারা-টিচার হিসাবে নিয়োগ পান। হাফসা বিবির সাথে প্রেমের সর্ম্পক গড়ে উঠে ৪র্থ শ

হোটেল কক্ষে নিহত যুবকের পাশে অচেতন সুন্দরী নারী

ছবি
গত মঙ্গলবার রাতে কূয়াকাটার পর্যটন এলাকার হোটেল পায়রা থেকে এক যুবকের মৃতদেহ ও তার পাশ থেকে অচেতন আবস্থায় এক নারীকে উদ্ধার করা হয়েছে । মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, গেলো ১৮ মার্চ স্বামী-স্ত্রী পরিচয়ে ওই দুই পর্যটক কুয়াকাটার আবাসিক হোটেল পায়রার ৩০১ নম্বর কক্ষে উঠেন। মঙ্গলবার দিনভর তাদের কোনো সাড়া না পাওয়ায় পুলিশকে খবর দেয় হোটেল কর্তৃপক্ষ। পুলিশ এসে দরজা ভেঙে তাদের উদ্ধার করে কুয়াকাটা ২০ শয‍্যার হাসপাতালে পাঠান । সেখানে ডাক্তার বলেন যুবক মৃত এবং নারী এখানো বেঁচে আছে । তবে নারী অচেতন হয়ে কোনো প্রকারে বেঁচে আছে । হোটেলের নথিভুক্ত ঠিকায় লেখা আছে যুবকের নাম জাহিদুল ।বাড়ি খুলনা সোনাডাঙ্গা ।সে খুলনা বিএল কলেজের ছাত্র ।হোটেল কক্ষে শতাধিক ক্লোনাজিপাম ঘুমের বড়ির খোসা পাওয়া গেছে ।

জানাজা শেষে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৬ জন নিহত , আহত ১০

ছবি
সাতক্ষীরার ভৈরবনগরে ট্রাক ও পিকআপ ভ‍্যানের সংঘর্ষে একই পরিবারের ৬ জন নিহত হয়েছে , আহত হয়েছে কমপক্ষে ১০ জন ।আজ মঙ্গলবার রাত ৯ টায় এই দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন-সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার কালিয়াকর গ্রামের মনিরুজ্জামানের ছেলে আশিকুজ্জামান (১২) তার মেয়ে মিম (৩) তার মা আকলিমা খাতুন, নুর বানু ও সাইদুল ইসলাম ও সাব্বির হোসেন। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি। একই পরিবারের সদস্যরা খুলনায় আত্মীয়ের জানাজা শেষে বাড়ি ফিরছিলেন ।

চাকরি হারাচ্ছে সৌদি আরবে বিদেশি কর্মীরা

ছবি
গত সোমবার যমুনা টেলিভিশন অনলাইনে বলা হয় সৌদি আরবে বসবাসরত বিদেশি কর্মীরা বেশ কিছু বিভাগে চাকরি করতে পারবেনা। এই সকল বিভাগে অগ্রাধিকার ভিত্তিতে সৌদি নাগরিকদের চাকরি হবে । যে সকল বিভাগে বিদেশীদের চাকরি হবে না তার মধ্যে ,,, ১.ছোট ট্রাক ড্রাইভার ২.উইন্স ড্রাইভার ৩.জীবনবীমা বিভাগ ৪.ডাক ও যোগাযোগ ৫.বেসরকারি বালিকা বিদ‍্যালয়ের সকল প্রকার চাকরি ৬.সাধারন শপিংমলে সব ধরনের চাকরি। এর আগে গত জানুয়ারি থেকে ১২ পেশায় বিদেশি কর্মী নিয়োগ নিষিদ্ধ হয়েছে।যুবরাজ মুহাম্মদ বিন সালমান সৌদি অর্থনীতি পূনর্গঠনের জন্য এই পদক্ষেপ নিয়েছেন।

মিরপুরে গোলাগুলি , পুলিশ কর্মকর্তা নিহত

ছবি
গতকাল মিরপুরের  পীরেরবাগ এলাকায় একটি বাসায় তিন তলায়  অস্ত্র উদ্ধারে গিয়ে সন্ত্রাসীদের হামলার মুখে পড়েছে ডিবি পুলিশের একটি দল। এতে জাহাঙ্গীর নামের এক পুলিশ পরিদর্শক মাথায় গুলিবিদ্ধ হন। আশঙ্কাজনক অব্স্থায় তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হলে সেখানে রাত ২টার দিকে তার মৃত্যু হয়।ঐ বাসার তি তলায় সম্ত্রাসীরা ছিল ।তিন তলায় উঠার সময় পুলিশে আবস্থান টের পেয়ে গুলি ছুড়লে ঐ পুলিশ কর্মকর্তার মাথায় গুলি লাগে ।ঐ বাসা থেকে নারী ও সম্ত্রাসীদের স্বজনদের আটক করা হয়।

নারীদের জরায়ু মুখের ক‍্যান্সার কেনো হয় জেনে নিন

ছবি
বাংলাদেশের নারীদের জরায়ুমুখের ক‍্যান্সার অন‍্যান‍্য দেশের তুলনায় বাংলাদেশের নারীদের বেশি।এর কারণ হিসাবে যা পাওয়া গেছে তার কিছু তথ্য তুলে ধরা হলো,,,,। ১.অল্প বয়সে নারীদের বিয়ে হলে জরায়ু ক‍্যান্সার হতে পারে । ২.অল্প বয়সে সন্তান ধারণ করলে জরায়ু ক‍্যান্সার হতে পারে । ৩.ঘনঘন সন্তান নিলে অর্থাৎ এক সন্তান থেকে আরেক সন্তানের মাঝে অল্প সময় নিলে জরায়ু ক‍্যান্সার হতে পারে । ৪.একাধিক সঙ্গীর সাথে যৌনকর্ম করলে জরায়ু ক‍্যান্সার হতে পারে । ৫.যৌনাঙ্গ পরিস্কার পরিচ্ছন্ন না রাখলে। ৬.উপরিল্লিখিত করনে যৌনাঙ্গে ক‍্যান্সারের ভাইরাস সংক্রমণ ঘটতে পারে ।

বিশ্বের দ্বিতীয় সেরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ছবি
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের দ্বিতীয় সেরা প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত হয়েছেন । মনোনীত করেছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গবেষণা সংস্থা দ্য স্ট্যাটিসটিক্স । গবেষণা সংস্থাটি তাদের গবেষণার মাধ্যমে জানতে পেরেছেন জাতিসংঘ নিরূপিত বিভিন্ন সূচক পূরণ করেছে বাংলাদেশ । শুধু তাই নয় কোনো কোনো সূচকে বাংলাদেশ এগিয়েও আছে । এ মনোনয়ন দেয়ায় আজ সোমবার শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা।

তসলিমা নাসরিন কথা বলতে পারছেন না , চিকিৎসা চলছে...

ছবি
তসলিমা নাসরিনের হঠাৎ করে কথা বন্ধ হয়ে গেছে ।ডাক্তার বলেছেন ভাইরাস জনিত কারনে স্বরযন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে । চিকিৎসক বলেছেন ওষুধের পাশাপাশি কথা বলা বন্ধ রাখতে হবে কিছুদিন । তসলিমা নাসরিন তার নিজের ভেরিফাইড ফেইসবুক একাউন্টে এ বিষয়ে গতকাল যা লিখেছে তা তুলে ধরা হলো, "সকালে উঠে দেখি আমি কথা বলতে পারছি না। কোনও স্বর বেরোচ্ছে না গলা দিয়ে। সাইন ল্যাংগুয়েজ কোনওদিন শিখিনি, কিন্তু দিব্যি ওটাই চালাচ্ছি। কী কারণে ভয়েস হারিয়ে ফেললাম জানিনা। ডাক্তারের কাছে এসেছি। ভাবছি ভয়েসটা কি আদৌ ফিরে পাবো। ভয়েস যে এভাবে বলা নেই কওয়া নেই উবে যেতে পারে, জানতাম না।"

স্বপ্নে উড়ি স্বপ্নাকাশে------মমতাজ আহমেদ তাজ

ছবি
স্বপ্নে উড়ি স্বপ্নাকাশে —————————- অনেক দূরের বন্ধু আমার খুজে ফিরি তাকে , নিরিবিলি মনের কথা বলবো আমি যাকে । ডানা মেলে স্বপ্নাকাশে হয়ে আমি ঘুড়ি , তোমায় বন্ধু দেখবো বলে স্বপ্নাকাশে উড়ি। অনেক দূরে ফুল বাগিচায় পেলাম দেখা সই, কাছে এসে পাশে বসে মনের কথা কই । আনন্দে মোর হৃদয় নাচে মিষ্টি সুরের ছন্দে , ঠিক তখনি ঘুম ভাঙ্গে মোর হাসনা হেনার গন্ধে । দুচোখ মেলে দেখি ওগো বন্ধু যে নাই পাশে, মনে প্রাণে বন্ধু আমার স্বপ্ন হয়ে ভাসে ।

শারীরিক প্রতিবন্ধী ও উপজাতী ছাড়া কোটা থাকা উচিত নয়

ছবি
‘শারীরিক প্রতিবন্ধী ও দেশের উপজাতী ছাড়া চাকরির ক্ষেত্রে বিদ্যমান কোটাব্যবস্থা পুরোপুরি তুলে দেওয়া উচিত বলে মনে করেন সৈয়দ আবুল মকসুদ। কোটা পদ্ধতির কারণে তৈরি হচ্ছে এক শ্রেণীর সুবিধাবাদি গোষ্ঠী। ফলে অনেক শিক্ষিত যুবক যোগ্যতা থাকা সত্ত্বেও কোটার জাতাকলে পিষ্ট হয়ে নিজেকে মেলে ধরতে পারছেন না। কোটা পদ্ধতি বহাল থাকলে দেশের মঙ্গল তো দূরের কথা জাতি সম্পূর্ণ মেধাহীন হয়ে পড়বে।’ এমনটাই মনে করেন সাংবাদিক, কলামিস্ট ও লেখক সৈয়দ আবুল মকসুদ। তার কথায় উঠে এসেছে বিদ্যমান কোটা পদ্ধতির সংস্কার, কোচিং বাণিজ্য, শিক্ষার্থীদের চাকরির সমস্যাসহ শিক্ষাব্যবস্থার নানা অসঙ্গতি-গলদ। এছাড়া সাম্প্রতিক সময় চাকরি, বিশ্ববিদ্যালয়-মেডিকেলে ভর্তি পরীক্ষা ও চাকরির পরীক্ষায় প্রশ্নফাঁসের সমালোচনা এবং এ থেকে বেরিয়ে আসার দিশাও খুঁজে পাওয়া যাবে তার সাক্ষাৎকারে। আগামী লেখায় তার সাক্ষাতকার প্রকাশ করা হবে ,,,,।।।

১ টাকায় ১০ কিমি পথ পাড়ি দেবে যে বাইক

ছবি
তেল চালিত বাইকের পাশাপাশি সড়কে এখন দেখা যাচ্ছে ইলেক্ট্রনিক বাইক। জ্বালানীর লাগবে না মোটেও। তাই সবাই কিনছেন এই ই-বাইক। ব্যাটারি চালিত এসব বাইকের খরচ অনেক কম। ভারতের বাজারে এমন একটি ই-বাইক এসেছে, যে বাইকটি ১ টাকার বিদ্যুৎ খরচ করে চলবে ১০ কিলোমিটার পথ। মূল্য ৬০ হাজার রুপি । গতিবেগ ঘণ্টায় ৭৫ কিমি। একবার চার্জ দিলে চলবে ১৭০ কিলোমিটার পথ । ভারতের বাজারে এটাই এখন সবচেয়ে দ্রুত গতির ইলেকট্রনিক বাইক ।

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রকে এসিড ছুড়ে মারলো এক ছাত্রী

ছবি
জামালপুর পৌরসভার রশিদপুর গ্রামে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক কলেজছাত্রকে এসিড মেরেছে এক ছাত্রী। আহত ওই ছাত্রের নাম মাহমুদুল হাসান মারুফ (১৭)। এসিডে তার মুখমণ্ডল ও কাঁধ ঝলসে গেছে। ডাক্তাররা তাকে গতকাল শুক্রবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গতপরশু বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে বলেছে পুলিশ। পুলিশ ওই ছাত্রী ও তার মাকে আটক করেছে । পুলিশ সূত্রে জানা যায়, রশিদপুর গ্রামের আহত মাহমুদুল হাসান মারুফ জামালপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র। মেয়েটি একই গ্রামের বাসিন্দা ও ঝাউগড়া বঙ্গবন্ধু কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী ভাবনা আক্তার রিয়া মাহমুদুল হাসান মারুফকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু মারুফ তাতে সাড়া দেয়নি। গতপরশু রাত সাড়ে ৯টার দিকে মারুফ তার বন্ধু সাইফুলকে নিয়ে রিয়ার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। এ সময় রিয়া মারুফকে বাড়ির ভেতরে থেকে এসিড ছুড়ে মারে । এরপর মারুফ চিত্কার দিয়ে দৌড়ে রশিদপুর বাজারে যায়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। এসিডে মারুফের দুই চোখ ছাড়া মুখমণ্ডলের বেশির ভাগ ঝলসে গেছে। তার ডান কাঁধেও সামান্য

বঙ্গবন্ধুর জন্মদিন নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বিভ্রান্তি

ছবি
বঙ্গবন্ধুর জন্মদিবস নিয়ে বিভ্রান্তিতে পড়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের নোটিশে কোথাও লিখছে ৯৯তম জন্মদিন আবার কোথাও লিখছে ৯৮তম জন্মদিবস । জন্মদিবস ও জন্মবার্ষিকী আসলে এক কথা নয়। বাংলা একাডেমির ব্যবহারিক বাংলা অভিধান অনুযায়ী জন্মদিন মানে ‘জন্মের দিন’। বার্ষিকী হলো নির্দিষ্ট সংখ্যক বর্ষ পূর্ণ হওয়া। সে অর্থে ২০১৮ খ্রিস্টাব্দের ১৭ মার্চ হবে বঙ্গবন্ধুর ৯৯তম জন্মদিবস এবং ৯৮তম জন্মবার্ষিকী। কিন্তু শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা এই সহজ বিষয়টাতেই বিভ্রান্তির কবলে পড়েছেন। ওয়েবসাইটে এই নোটিস পেয়ে শত শত স্কুল-কলেজ ও মাদ্রাসার প্রধানরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

মানসম্মত শিক্ষার জন্য যা দরকার

ছবি
১.পাঠদানের জন্য ভালো শিক্ষক নির্বাচন করা  ২.শিক্ষক নিয়োগে নিরপেক্ষতা বজায় রাখা  ৩.সর্বোচ্চ মেধাবীদের শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়  ৪.এই পেশায় মেধাবীদের আকৃষ্ট করা  ৫.শিক্ষকদের উন্নত প্রশিক্ষণের ব‍্যবস্তা করা  ৬.শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক অবকাঠামোর ব‍্যবস্তা করা  ৭.শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া  ৮.শিক্ষকদের সামাজিক মর্যাদা বৃদ্ধি করা  ৯.শিক্ষকদের সন্তোষজনক বেতনের ব‍্যবস্তা করা  ১০.দক্ষ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নিয়োগ দেওয়া  ১১.বিষয়ভিত্তিক প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ দেয়া  ১২.শিক্ষাার্থীদের মুখস্থ নয়,প্রকৃত জ্ঞান আর্জনে উৎসাহিত করা
স্বপ্নে উড়ি স্বপ্নাকাশে —————————- অনেক দূরের বন্ধু আমার খুজে ফিরি তাকে , নিরিবিলি মনের কথা বলবো আমি যাকে । ডানা মেলে স্বপ্নাকাশে হয়ে আমি ঘুড়ি , তোমায় বন্ধু দেখবো বলে স্বপ্নাকাশে উড়ি। অনেক দূরে ফুল বাগিচায় পেলাম দেখা সই, কাছে এসে পাশে বসে মনের কথা কই । আনন্দে মোর হৃদয় নাচে মিষ্টি সুরের ছন্দে , ঠিক তখনি ঘুম ভাঙ্গে মোর হাসনা হেনার গন্ধে । দুচোখ মেলে দেখি ওগো বন্ধু যে নাই পাশে, মনে প্রাণে বন্ধু আমার স্বপ্ন হয়ে ভাসে ।