চাকরি হারাচ্ছে সৌদি আরবে বিদেশি কর্মীরা

গত সোমবার যমুনা টেলিভিশন অনলাইনে বলা হয় সৌদি আরবে বসবাসরত বিদেশি কর্মীরা বেশ কিছু বিভাগে চাকরি করতে পারবেনা। এই সকল বিভাগে অগ্রাধিকার ভিত্তিতে সৌদি নাগরিকদের চাকরি হবে । যে সকল বিভাগে বিদেশীদের চাকরি হবে না তার মধ্যে ,,, ১.ছোট ট্রাক ড্রাইভার ২.উইন্স ড্রাইভার ৩.জীবনবীমা বিভাগ ৪.ডাক ও যোগাযোগ ৫.বেসরকারি বালিকা বিদ‍্যালয়ের সকল প্রকার চাকরি ৬.সাধারন শপিংমলে সব ধরনের চাকরি। এর আগে গত জানুয়ারি থেকে ১২ পেশায় বিদেশি কর্মী নিয়োগ নিষিদ্ধ হয়েছে।যুবরাজ মুহাম্মদ বিন সালমান সৌদি অর্থনীতি পূনর্গঠনের জন্য এই পদক্ষেপ নিয়েছেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শিক্ষক ছাত্রী কঠিন প্রেম, এলাকায় তোলপাড়

বাঙ্গালী ডাঃ শিউলি স্বামী ছাড়াই সন্তানের মা হলেন !

চরমোনাই পীরের মুরিদ শিশু ধর্ষণকারী খুনি মোবারক গ্রেফতার