পোস্টগুলি

মে, ২০১৮ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

টিভি অভিনেত্রী তাজিন আর নেই !

ছবি
নিউজ ডেস্ক : টিভি অভিনেত্রী তাজিন আহমেদ আর নেই । তিনি রাজধানীর উত্তরার একটি হাসপাতালে আজ মঙ্গলবার বেলা ৪-৪০ টায় শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন । আজ বেলা ১২ টায় হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়ে উত্তরার একটি হাসপাতালে (রিজেন্ট হাসপাতাল) ভর্তি হন অভিনেত্রী তাজিন । সেখানে তাকে লাইফ সাপোর্টৈ রাখা হয়েছিল । জানা গেছে এর আগে তাজিনের হৃদরোগ ছিল বলে কারো জানা ছিল না । হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে উন্নত চিকিৎসার সব কিছুই করা হয়েছে ।তার পরেও বাঁচাতে পারেনি ।

শাশুড়ীকে নিয়ে জামাই উধাও ----নিউজ বাংলা

ছবি
অনলাইন নিউজ-স্বামীর খোঁজ না পেয়ে মেয়েটি তার বাবারকাছে ফোন করে বলে যে বাবা তোমার জামাই তো দুদিন আগে বাড়ি থেকে বেরিয়ে গেছে , এখনো তার কোনো খোঁজ পাচ্ছি না । মেয়েটির বাবাও আশ্চর্য হয়ে বলে যে তোমার মাও তো ঠিক দুদিন ধরে বাড়িতে নেই, তার কোনো খোজ পাচ্ছি না । ঘটনাটি ঘটেছে গত শনিবার । এর পরেই মেয়ে বুজতে পারে তার স্বামী ও তার মা পালিয়ে গেছে ।এমন ঘটনা ঘটেছে ভারতের পূর্ব বর্ধমানের কেতু গ্রামে ।মেয়ে এখন তার অসুস্থ বাবাকে নিয়ে মহা বিপদে পড়েছে । লজ্জায় ক্ষোভে ঘর থেকে বের হতে পারছে না । শাশুড়ীকে নিয়ে পালিয়ে যাওয়া এই জামাইয়ের নাম প্রসেনজিৎ হাজরা , শাশুড়ীর নাম মঙ্গলী দেবী । মেয়েটির বাবা কৃষ্ণ বর্মন জানিয়েছেন , তার স্ত্রীকে ও তার জামাইকে একসাথে দেখা গেছে কয়েকটি স্থানে , জানিয়েছেন তার কয়েকজন বন্ধু । এ ব‍্যাপারে থানায় মামলা হয়েছে এবং গ্রেফতার করতে পুলিশ অভিযান শুরু করেছে ।

সাজিদ সারোয়ার নাফী'র ৫ম জন্ম বার্ষিকীতে নিউজ বাংলার পক্ষ থেকে শুভেচ্ছা

ছবি
সাজিদ সারোয়ার নাফী পিতা:মোঃ সারোয়ার-উল-ইসলাম দাদা:মোঃ সিরাজুল ইসলাম ( মাস্টার) দর্শনা , চুয়াডাঙ্গা নাফী'র পাঁচ বছর পূর্তিতে নিউজ বাংলার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা । জন্ম ২১/০৫/২০১৩-----৫ বছর পূর্তি ২১/০৫/২০১৮ বাবার কোলে নাফী

বন্ধ হয়ে যাচ্ছে ১২২ টি শিক্ষা প্রতিষ্ঠান ------বাংলা সংবাদ

ছবি
এসএসসি ও সমমান পরীক্ষায় শতভাগ ফেল করেছে এমন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত নিচ্ছে সরকার । সে মোতাবেক ১২২ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে । যাচাই বাছাই করে এমপিওভুক্তি বাতিল ও স্বীকৃতি বাতিল করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার । গত ৬ মে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয় । এতে ৩৪১৫ টি কেন্দ্রে ২৮৫৫৮ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয় । এই ফলাফলে দেখা যায় ১২২টি শিক্ষা প্রতিষ্ঠানে কেউ পাস করেনি । সাধারন ৮ শিক্ষা বোর্ডের ১৬ টি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের ৯৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থী পাস করতে পারেনি ।

চরমোনাই পীরের মুরিদ শিশু ধর্ষণকারী খুনি মোবারক গ্রেফতার

ছবি
অনলাইন নিউজ : ময়মনসিংহের ত্রিশালে শিশুকে ধর্ষণ ও খুন করে গ্রেফতার হয়েছে এক চরমোনাই পীরের মুরিদ । শিশুটির বয়স চার বছর । শিশুটি প্রতিদিনের মত মক্তবে পড়তে আসলে ছুটির পর বাড়ি যেতে দেয়নি এই খুনি শিক্ষক মোবারক হোসেন । চরমোনাই পীরের মুরিদ শিক্ষক মোবারক হোসেন কৌশলে একটি কক্ষে এই কন‍্যা শিশুকে আটকিয়ে ধর্ষণ করতে থাকে । এমতাবস্থায় শিশুটির চিৎকারে আশপাশের মানুষ এসে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে শিশুটির মৃত্যু হয় । মেয়েটির বাবা বাদী হয়ে ত্রিশাল থানার মামলা করলে পুলিশ ঐ নরপশুকে গ্রেফতার করে ।

মাদ্রাসা সুপারের মাথায় মলমূত্র ঢেলে দিলো প্রতিপক্ষরা

ছবি
বরিশালে বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের কাঠালিয়া ইসলামিয়া দারুসসুন্নাহ দাখিল মাদ্রাসার সুপার আবু হানিফার (৫০) মাথায় মল ঢেলে অপদস্থ করে উল্লাস করার ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। জানা যায়, ইসলামিয়া দারুসসুন্নাহ দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি নির্বাচনে এক প্রার্থীর পক্ষাবলম্বনের অভিযোগে শুক্রবার ফজরের নামাজের পর আবু হানিফা মসজিদ থেকে বের হলে তার মাথায় মলমূত্র ঢেলে দেয় পরাজিত প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীর খন্দকার ও তার সহযোগীরা। এসময় মলমূত্র ঢেলে তারা উল্লাস করে। এ ঘটনায় রবিবার আবু হানিফা বাকেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অপদস্থ হওয়া আবু হানিফা ওই এলাকার মৃত ক্বারী আরশেদ হাওলাদারের ছেলে। অভিযুক্তরা হলো জাহাঙ্গীর খন্দকার, আবু হানিফার ছোট ভাই জাকির হোসেন জাকারিয়া, মো. মাসুম সরদার, মো. এনামুল হাওলাদার, মো. রেজাউল খান, মো. মিনজু, সোহেল খন্দকার ও মিরাজ হোসেন। এরা সকলেই ওই এলাকার বাসিন্দা। আবু হানিফা লিখিত অভিযোগে উল্লেখ করেন, গত ফেব্রুয়ারি মাসে কাঠালিয়া ইসলামিয় দারুসসুন্নাহ দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির নির্বাচন সম্পন

তারাবী নামাজ পড়ানো ইমাম নিয়োগে সংঘর্ষে নিহত ১ আহত ১০

ছবি
আসন্ন রমজান মাসে মসজিদে তারাবির নামাজ পড়ানোর জন্য ইমাম নিয়োগকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত ও ১০ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে সিলেটের সীমান্তবর্তী কানাইঘাটে। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ আলী (৬০)। আজ শুক্রবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের গোসাইনপুর গ্রামের জামে মসজিদে রমজান মাসে তারাবির নামাজ পড়ানোর জন্য ইমাম নিয়োগকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে মতবিরোধ দেখা দেয়। স্থানীয় সূত্র জানান, ইমাম নিয়োগ নিয়ে গ্রামের আওয়ামী লীগ ও জামায়াত সমর্থক দুটি গ্রুপ এ বিরোধে অবতীর্ণ হয়। জুমার নামাজের পর এ নিয়ে কথা কাটাকাটির জেরে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে মোহাম্মদ আলী নিহত হন। তিনি আওয়ামী লীগের স্থানীয় নেতা বলে জানা গেছে। কানাইঘাট থানার ওসি আব্দুল আহাদ বলেন, সংঘর্ষের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং নিহতের লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইত্তেফাক/এমআই

শিক্ষিকা কর্তৃক ছাত্রকে যৌন নির্যাতন অবশেষে থানায় মামলা

ছবি
অনলাইন নিউজ : অষ্টম শ্রেণীর এক ছাত্রের সঙ্গে জোর করে যৌন সম্পর্ক গড়ে তোলেন ৩১ বছর বয়স্ক এক শিক্ষিকা । এই ঘটনার পরও সে ক্ষান্ত হয়নি । ঐ ছাত্রকে বিভিন্ন প্রকার হয়রানি করতে থাকে ঐ শিক্ষিকা । অভিযোগের ভিত্তিতে পুলিশ ঐ শিক্ষিকাকে গ্রেফতার করেছে । ঘটনাটি ঘটেছে ভারতের পাঞ্জাবের লুধিয়ানাতে । পুলিশ বলছে নাবালক এই ছাত্র তার পরিবারের সাথে অভিযুক্ত শিক্ষিকার বাবার বাড়িতে থাকতো । এই সূত্র ধরে ছাত্রটি ঐ শিক্ষিকার কাছে পড়তো । কিন্তু ঐ নারী শিক্ষিকা পড়ানোর নামে নিজের যৌন চাহিদা পূরণ করতো বলে পুলিশ জানিয়ে । খবর কলকাতা২৪ এর । জানা গেছে ১৪ বছরের ঐ ছাত্রকে খুনের হুমকি দিয়ে যৌন সম্পর্ক স্থাপন করতে বাধ্য করে ঐ শিক্ষিকা । ঘনিষ্ঠ মূহূর্তের ছবি ও ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকি দিয়ে যৌন নির্যাতন অব‍্যাহত রেখেছিল ঐ শিক্ষাকা । ছেলেটি সহ্য করতে না পেরে তার বাবার কাছে সব খুলে বলে এবং তার বাবা পুলিশের কাছে অভিযোগ করেন । পুলিশ শিশু নির্যাতন দমন আইনের একাধিক ধারায় মামলা করেছে এবং দুজনের ঘনিষ্ঠ ছবি ও ভিডিও উদ্ধার করে তদন্তে নেমেছে । ঐ শিক্ষিকা বর্তমানে পলাতক আছে ।

শিক্ষক নিয়োগে নতুন পদ্ধতি এখন সময়ের দাবি

ছবি
শিক্ষা জাতির মেরুদন্ড । দেশের তথা জাতির সার্বিক উন্নয়ন নির্ভর করে মানসম্মত শিক্ষার উপর । পৃথিবী এগিয়ে যাচ্ছে দ্রুত গতিতে । সমসাময়িক প্রয়োজনীয় শিক্ষা জাতিকে উপহার দিতে না পারলে অন‍্যান‍্য দেশের তুলনায় আমাদের পিছিয়ে পড়তে হবে । তবে মানসম্মত প্রকৃত শিক্ষা দিয়ে জাতিকে আধুনিক জগতের সাথে তাল মিলিয়ে নিয়ে যেতে হলে প্রথমেই যা দরকার তা হলো দক্ষ মানসম্মত শিক্ষক । তাই ভাল ও মানসম্মত শিক্ষক নিয়োগের জন্য কিছু পদ্ধতি তুলে ধরা হলো ..... ১.প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষক নিয়োগের জন্য একটি সরকারি ভাবে বিভাগ থাকবে । ২.বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রীধারীরা শিক্ষক হওয়ার জন্য আবেদন করবেন । ৩.নির্দিষ্ট একাডেমিক ফলাফল বাদে কেউ আবেদন করতে পারবে না । ৪.আবেদনকারীদের মধ্যে থেকে সর্বোচ্চ ফলাফলের ভিত্তিতে ১০% প্রার্থীকে প্রাথমিকভাবে বাছাই করতে হবে । ৫.প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের ১ বছরের প্রশিক্ষণের ব‍্যবস্থা করতে হবে । ৬.প্রশিক্ষণের পর আবার বাছাই পরীক্ষা নিতে হবে এবং ভালো ফলাফল অর্জনকরীদের রেখে বাকি প্রার্থী বাদ দিতে হবে ।এখানে অর্ধেক প্রার্থী রাখা যায় । ৭.বাছাইকৃত প্রার্থীদের বিশেষজ্

বলিউডে ধর্ষণ দুজনের সম্মতিতে হয় ---- অভিনেত্রী রাখি সাওয়ন্ত

ছবি
অনলাইন নিউজ : বলিউডে ধর্ষণ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী রাখি সাওয়ন্ত । তার মতে বলিউডে অভিনয় জগতে কেউ ধর্ষণের শিকার হয় না । যা হয় সব দুপক্ষের ইচ্ছায় হয় । এক সাক্ষাতকারে তিনি সরোজ খানের বক্তব‍্যকে সমর্থন করেন । তিনি বলেন অভিনয় জগতে যা হয় তা ধর্ষণ নয় , দুজনের সম্মতিতে হয় । রাখি বলেন সাহস করে সরোজ খান যা বলেছে তা সঠিক । সে জানে বলিউডে কী হয় । সরোজ খান নিজে দেখেছেন । রাখি আরো জানান বলিউডে যখন তিনি নিজের অবস্থান তৈরি করে কঠোর পরিশ্রম করেছেন তখন তিনি এই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন । তিনি বলেন এখানে যৌনতা নিয়ে দুর্নীতি চলে । তিনি তার প্রতিভার জোরেই জায়গা করে নেন বলে দাবি করেন । রাখি বলেন অনেক কম বয়সী মেয়েরা এখানে আসে নায়িকা হওয়ার জন্য । কিন্তু এখানে এসে হয়ে যায় অন্য কিছু । তবে রাখি বলেন এখানে শুধু মেয়েরা নয় , ছেলেরাও এই পরিস্থিতির সম্মুখীন হয় । তবে বলিউডকে ছোট করে দেখা তার উদ্দেশ্য নয় , যেটা সঠিক সেটাই বলতে চেয়েছেন ।