তারাবী নামাজ পড়ানো ইমাম নিয়োগে সংঘর্ষে নিহত ১ আহত ১০


আসন্ন রমজান মাসে মসজিদে তারাবির নামাজ পড়ানোর জন্য ইমাম নিয়োগকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত ও ১০ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে সিলেটের সীমান্তবর্তী কানাইঘাটে। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ আলী (৬০)।


আজ শুক্রবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের গোসাইনপুর গ্রামের জামে মসজিদে রমজান মাসে তারাবির নামাজ পড়ানোর জন্য ইমাম নিয়োগকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে মতবিরোধ দেখা দেয়।
স্থানীয় সূত্র জানান, ইমাম নিয়োগ নিয়ে গ্রামের আওয়ামী লীগ ও জামায়াত সমর্থক দুটি গ্রুপ এ বিরোধে অবতীর্ণ হয়। জুমার নামাজের পর এ নিয়ে কথা কাটাকাটির জেরে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে মোহাম্মদ আলী নিহত হন। তিনি আওয়ামী লীগের স্থানীয় নেতা বলে জানা গেছে।
কানাইঘাট থানার ওসি আব্দুল আহাদ বলেন, সংঘর্ষের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং নিহতের লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/এমআই

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শিক্ষক ছাত্রী কঠিন প্রেম, এলাকায় তোলপাড়

বাঙ্গালী ডাঃ শিউলি স্বামী ছাড়াই সন্তানের মা হলেন !

চরমোনাই পীরের মুরিদ শিশু ধর্ষণকারী খুনি মোবারক গ্রেফতার