পিয়ন পদে উচ্চ ডিগ্রীধারীসহ ইঞ্জিনিয়ার ও পিএইচডিধারীদের আবেদন

অনলাইন নিউজ : পিয়ন পদের জন্য আবেদন করেছে উচ্চ ডিগ্রিধারীসহ ইঞ্জিনিয়ার ও পিএইচডি ডিগ্রিধারীও ।এই চিত্র ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের । চাকরি প্রার্থীদের জীবনবৃত্তান্ত দেখে সবাই হতবাক । সেখানে কিছু পিয়ন ও গবেষনাগার সহকারী পদের জন্য মৌখিক পরীক্ষা চলছিল । সেখানেই এই বিম্ময় পরিলক্ষিত হয় । ৭০ পদে দরখাস্ত পড়েছে প্রায় ১১ হাজার । মাত্র ৫০০ জনকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয় । পিয়ন পদে যোগ্যতা চাওয়া হয় ৮ম শ্রেণী পাস । বেতন সর্ব সাকুল‍্যে ১৫০০ টাকা হবে । এতেই এত উচ্চ ডিগ্রীধারীদের উপচেপড়া ভিড় । যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার চিরঞ্জীব ভট্টাচার্য বলেছেন এখনে উচ্চ ডিগ্রি সহ বি-টেক, এম-টেক, ইঞ্জিনিয়ার, পিএইচডিধারীও আবেদন করেছেন । কিন্তু অনেকেই মৌখিক পরীক্ষায় আসেনি । । যাদবপুর বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার চিরঞ্জীব ভট্টাচার্য বলেছেন, এখানে বিএ, বিএসসি, এমএ, বি-টেক, এম-টেক প্রার্থী ইন্টারভিউতে এসেছিলেন পিএইচডি যোগ্যতাসম্পন্নরাও আবেদেন করেছিলেন, কিন্তু কেউ ইন্টারভিউতে আসেননি। এর আগে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে ডোমের পদেও পিএইচডিধারীরা আবেদন করেছিল । আবার উত্তর প্রদেশে পিয়নের ৩৬৮ পদে উচ্চ ডিগ্রিধারীসহ আবেদন পড়েছিল ২৩ লক্ষের বেশি । সেখানে ২ লক্ষের বেশি ইঞ্জিনিয়ার ও ২৫৫ জন পিএইচডি ডিগ্রিধারী ছিলেন ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শিক্ষক ছাত্রী কঠিন প্রেম, এলাকায় তোলপাড়

বাঙ্গালী ডাঃ শিউলি স্বামী ছাড়াই সন্তানের মা হলেন !

চরমোনাই পীরের মুরিদ শিশু ধর্ষণকারী খুনি মোবারক গ্রেফতার