ডাক্তারের সাথে এ কেমন আচরণ !

করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া রোগীর চিকিৎসা সেবা দিয়ে বিপাকে পড়েছেন এক চিকিৎসক ও তার পরিবার। বর্তমানে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে আছেন তিনি। এরই মধ্যে দুইবার টেস্ট করিয়েছেন ওই চিকিৎসক। তাতে রিপোর্ট নেগেটিভ এসেছে। কিন্তু যে বাসায় আছেন সেখানকার কয়েকজন রুঢ় আচরণ করছেন ওই চিকিৎসক ও তার পরিবারের সঙ্গে। চিকিৎসকের স্ত্রীও একজন চিকিৎসক। এরইমধ্যে চিকিৎসক পরিবারের ওপর নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তাদেরকে তালাবদ্ধ করে রাখার হুমকি দেয়া হয়েছে। সামাজিকভাবেও হেয় করা হচ্ছে। ঘটনাটি ঘটেছে চুয়াডাঙ্গায়। জেলার সদর থানার পুরাতন হাসপাতালের সামনে শান্তিপাড়ায় আমিনুল ইসলামের বাসায় ভাড়া থাকেন মেহেরপুর জেনারেল হাসপাতালের কার্ডিওলোজি চিকিৎসক এম এ রশীদ। সম্প্রতি ওই হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে এক ব্যক্তি মৃত্যুবরণ করেন। তার চিকিৎসার দায়িত্বে ছিলেন এম এ রশীদ। পরে মৃত ব্যক্তির করোনা টেস্ট পজেটিভ আসলে তিনি হোম কোয়ারেন্টিনে যান। ওই চিকিৎসকের পাশের ফ্ল্যাটে থাকা ট্রাফিক বিভাগে কর্মরত টি আই মাহবুব কবির মিঠু দফায় দফায় চিকিৎসক ও তার পরিবারের সঙ্গে অমানবিক ও রুঢ় আচরন করেন বলে অভিযোগ করেছেন ডা. এম এ রশীদ। তিনি তার ফেসবুকে ...