বলিউডে ধর্ষণ দুজনের সম্মতিতে হয় ---- অভিনেত্রী রাখি সাওয়ন্ত
অনলাইন নিউজ : বলিউডে ধর্ষণ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী রাখি সাওয়ন্ত । তার মতে বলিউডে অভিনয় জগতে কেউ ধর্ষণের শিকার হয় না । যা হয় সব দুপক্ষের ইচ্ছায় হয় ।
এক সাক্ষাতকারে তিনি সরোজ খানের বক্তব্যকে সমর্থন করেন । তিনি বলেন অভিনয় জগতে যা হয় তা ধর্ষণ নয় , দুজনের সম্মতিতে হয় । রাখি বলেন সাহস করে সরোজ খান যা বলেছে তা সঠিক । সে জানে বলিউডে কী হয় । সরোজ খান নিজে দেখেছেন ।
রাখি আরো জানান বলিউডে যখন তিনি নিজের অবস্থান তৈরি করে কঠোর পরিশ্রম করেছেন তখন তিনি এই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন । তিনি বলেন এখানে যৌনতা নিয়ে দুর্নীতি চলে ।
তিনি তার প্রতিভার জোরেই জায়গা করে নেন বলে দাবি করেন ।
রাখি বলেন অনেক কম বয়সী মেয়েরা এখানে আসে নায়িকা হওয়ার জন্য । কিন্তু এখানে এসে হয়ে যায় অন্য কিছু ।
তবে রাখি বলেন এখানে শুধু মেয়েরা নয় , ছেলেরাও এই পরিস্থিতির সম্মুখীন হয় ।
তবে বলিউডকে ছোট করে দেখা তার উদ্দেশ্য নয় , যেটা সঠিক সেটাই বলতে চেয়েছেন ।
এক সাক্ষাতকারে তিনি সরোজ খানের বক্তব্যকে সমর্থন করেন । তিনি বলেন অভিনয় জগতে যা হয় তা ধর্ষণ নয় , দুজনের সম্মতিতে হয় । রাখি বলেন সাহস করে সরোজ খান যা বলেছে তা সঠিক । সে জানে বলিউডে কী হয় । সরোজ খান নিজে দেখেছেন ।
রাখি আরো জানান বলিউডে যখন তিনি নিজের অবস্থান তৈরি করে কঠোর পরিশ্রম করেছেন তখন তিনি এই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন । তিনি বলেন এখানে যৌনতা নিয়ে দুর্নীতি চলে ।
তিনি তার প্রতিভার জোরেই জায়গা করে নেন বলে দাবি করেন ।
রাখি বলেন অনেক কম বয়সী মেয়েরা এখানে আসে নায়িকা হওয়ার জন্য । কিন্তু এখানে এসে হয়ে যায় অন্য কিছু ।
তবে রাখি বলেন এখানে শুধু মেয়েরা নয় , ছেলেরাও এই পরিস্থিতির সম্মুখীন হয় ।
তবে বলিউডকে ছোট করে দেখা তার উদ্দেশ্য নয় , যেটা সঠিক সেটাই বলতে চেয়েছেন ।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন