তৃতীয় স্ত্রীকে ফাঁসাতে নিজের ছেলেকে হত্যা করলো বাবা-----বাংলা সংবাদ
অনলাইন নিউজ : নিজের ১৪ বছরের ছেলেকে হত্যা করলো বাবা । গতকাল সোমবার বাবা দুলাল মিয়া আদালতে একথা স্বীকার করছে ।
ছেলেকে বাড়ির পাশে বিলের ধারে ডেকে নিয়ে যায় বাবা দুলাল মিয়া ।এরপর বাবা পানিতে ডুবিয়ে ছেলের মৃত্যু নিশ্চিত করে ।
পরে ছেলের গলায় ছুরি চালায় ।
দুলাল মিয়ার বাড়ি ময়মনসিংহের নন্দাইল উপজেলার সুন্দাইল গ্রামে ।
পাপিষ্ঠ বাবা ছেলেকে হত্যা করে গত বছর ২৭ অক্টোবর ।গতকাল সে আদালতে এই হত্যার কথা স্বীকার করে ।
এ মামলার তদন্ত কর্মকর্তা এসআই পরিমল চন্দ্র দাস বলেন মামলা তদন্ত করতে যেয়ে রহস্য উদঘাটন হয় এবং বাবা দুলাল মিয়াকে গত রবিবার আটক করা হয় ।
তদন্ত কর্মকর্তা জানান দুলাল মিয়ার তিন স্ত্রী । প্রথম ও দ্বিতীয় স্ত্রী তাকে ছেড়ে চলে যায় । এখন সে তৃতীয় স্ত্রী নিয়ে থাকে । সাথে ছিল প্রথম স্ত্রীর ছেলে আব্দুল্লাহ সংগ্রাম । ছেলের বয়স ১৪ বছর ।
কিন্তু তৃতীয় স্ত্রী সুখিয়া আক্তারের সাথে ইদানিং বনিবনা হচ্ছিল না । তাই সে প্রথম স্ত্রীর ছেলেকে হত্যা করে তৃতীয় স্ত্রীকে ফাঁসাতে চেয়েছিল । তাই সে নিজের প্রিয় ছেলেকে নির্মম ভাবে হত্যা করে ।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন