আপন খালুর সাথে পালিয়ে গেলো কলেজ ছাত্রী , ঢাকা থেকে উদ্ধার
অনলাইন নিউজ : আপন খালুর সাথে পালিয়ে গেলো সিরাজগঞ্জ বেলকুচির জলি খাতুন । জলি ক্ষিদ্রমাটিয়া গ্রামের মালেশীয়া প্রবাসী জেলহকের মেয়ে ।তার বয়স ১৭ বছর । সে বেলকুচি বহুমূখী মহিলা ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী ।
জলির আপন খালু লেলিন তালুকদার (২৭) সদর থানার পিপুলবাড়িয়া বেজগাতী গ্রামের বাসিন্দা । তার পিতার নাম বদিউজ্জামান ।
খালুর সাথে মন দেয়া নেয়া করে ঘর বাঁধার স্বপ্নে দুজনে পালিয়ে যায় । গত বুধবার ঢাকার উত্তরার একটি ভাড়া বাসা থেকে তাদের উদ্ধার করা হয় । উদ্ধার অভিযান পরিচালনা করে বেলকুচি থানা পুলিশ ।
এ ঘটনায় জলির মামা সোহাগ বাবু বাদী হয়ে গত ৪ মার্চ অপহরণ মামলা করেন । মামলায় উল্লেখ করেন গত ১৫ ডিসেম্বর কলেজ যাওয়ার পথে জলিকে অপহরণ করে লেলিন তালুকদার ।
পুলিশ বলেছে মামলার সূত্র ধরে ঢাকার উত্তরা জসিম উদ্দিন রোড এলাকা থেকে মেয়েটিকে উদ্ধার করা হয় ।
মেয়েটিকে আজ মেডিক্যাল চেকআপ করানোর জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে ।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন