৮৫ বছর বৃদ্ধের প্রেম ১৩ বছর বয়সের বালিকার সাথে ! অতঃপর বিয়ে
ব্রাহ্মণবাড়ীয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও গ্রামের বৃদ্ধ আবু মিয়া প্রেম করে বিয়ে করলো ১৩ বছর বয়সী এক শিশু বালিকার সঙ্গে । শিশু নাম সালমা । এই ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি বিরাজ করছে ।
জানা যায় , নোয়াগাঁও অলি আহমেদের ছেলে আবু মিয়া । তার চার ছেলেমেয়ে । আছে অনেক নাতি পুতি নাতনি । আবু মিয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরিয়ান ছিলেন । ২০০৫ সালে সে অবসর গ্রহণ করে ।
তার প্রথম স্ত্রী মানসিক ভারসাম্যহীন থাকা অবস্থায় অসুস্থ হয়ে মারা যায় ।
কিছু দিন পরই আবু মিয়ার নজর পড়ে একই গ্রামের দিনমজুর রফিকুলের ১৩ বছর বয়সী শিশু কন্যা সালমার উপর ।
অনুসন্ধানে জানা যায় , বছরখানেক আগে সালমার বাল্য বিয়ে হয় নারায়ণগঞ্জ এক মাদকসক্ত ছেলের সাথে । কিন্তু ৩ দিন পরই সেখান থেকে ছাড়াছাড়ি হয়ে যায় সালমার ।
এরমধ্যে বৃদ্ধ আবু মিয়া উঠেপড়ে লাগে সালমার সাথে বিয়ে করার জন্যে । মেয়েকে অনেক টাকা পয়সার লোভ দেখিয়ে অবশেষে বিয়ে করে সালমার সাথে । এভাবে একজন
অপ্রাপ্ত বয়স্কা ডিভোর্সী মেয়েকে আইন অমান্য করে বিয়ে করে আবু মিয়া ।
শিশু ও বৃদ্ধের এমন বিয়ে এলাকার চাঞ্চল্যের সৃষ্টি করেছে ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবিবা বলেন এ বিষয়ে আমি কিছুই জানি না । তবে খোঁজ নিয়ে দেখে এ ব্যাপারে ব্যবস্তা নেয়া হবে ।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন