ঘুম থেকে উঠেই খাদিজা নারী থেকে পুরুষ হয়ে গেল !
অনলাইন ডেস্ক : সিরাজগঞ্জ জেলার খাদিজা এখন পুরুষ । সে গতকাল ছিল নারী । আজ সকালে ঘুম থেকে উঠে সে বাবা মা ও আত্মীয় সজনকে জানায় সে পুরুষে রূপান্তরিত হয়ে গেছে ।
আজ সকালে এ খবর জানাজানি হলে খাদিজার বাড়িতে লোক জন ভিড় করতে থাকে খাদিজাকে এক নজর দেখার জন্য । খাদিজার ডাকনাম সেতু ।সে তাড়াশ উপজেলার তাড়াশ গ্রামের হাসমত আলীর মেয়ে ।
সরেজমিনে দেখা যায় খাদিজার বাড়িতে হাজার হাজার লোকের ভিড় । জনতার ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে সবাই
খাদিজা খাতুন সেতুর বাবা জানান তার মেয়ে স্কুল কলেজের পড়া শেষ করে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ছে ।
বিশ্ববিদ্যালয়ের কয়েকজন বান্ধবী সেতুকে কিছু দিন আগে জানিয়েছিল সেতুর পরিবর্তনের বিষয়টি । তার বান্ধবীরা সেতুর মধ্যে কিছু লক্ষণ বুঝতে পেরেছিল ।
আজ সকালে ঘুম থেকে উঠেই সেতু বুঝতে পারে সে পুরাপুরি পুরুষে রূপান্তরিত হয়ে গেছে এবং বিষয়টি বাবা মাকে জানায়।
সেতুর মা বলেন সেতুকে তিনি আনাবৃত করে দেখেছে , সে পুরুষে রূপান্তরিত হয়ে গেছে । সেতুর চাল চলন ও আচরণ পরিবর্তন হয়েছে ।
বর্তমানে সেতুর নাম রাখা হয়েছে মোঃ সাহুল সিদ্দিকী ।
এ প্রসঙ্গে তাড়াশ উপজেলার ডা. এহিয়া কামাল বলেন, হরমোনের তারতম্যের কারণে এরকম দৈহিক পরিবর্তন হতে পারে । এতে অস্বাভাবিকতা
কিছু নয়।
সূত্র : যুগান্তর

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন