কন্ঠশিল্পী আঁখি ও আসিফ একসঙ্গে বৃষ্টিতে ভিজলো !
আসিফ আকবর একজন নামকরা সংগীত শিল্পী ও আঁখি আলমগীরকে চিত্রনায়ক আলমগীরের মেয়ে ।কন্ঠশিল্পী হিসেবে সবাই তাকে চেনে । নতুন করে পরিচয় করিয়ে দেয়ার কিছু নেই। তারা স্ব স্ব ক্ষেত্রে দুজনই বিশাল জনপ্রিয়। আঁখি ও আসিফ এবার দুই জনপ্রিয় সঙ্গীতশিল্পী একসঙ্গে ' টিপ টিপ বৃষ্টি ' নামে একটি গানে কণ্ঠ দিয়েছেন।
গানটিতে কণ্ঠ দেয়ার পাশাপাশি মডেল হয়েছেন আসিফ-আঁখি। রোমান্টিক গানটিতে দুজনকেই বৃষ্টিতে ভিজতে দেখা গেছে । নিচে ইউটিউব লিংকে ক্লিক দিয়ে দেখুন ।
https://youtu.be/e-eJY7Je5CI

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন