শিক্ষিকা স্ত্রী প্রেমিককে সঙ্গে নিয়ে হত্যা করলো আইনজীবী স্বামীকে
অনলাইন ডেস্ক :
দুই মাস ধরে পরিকল্পনা করে আইনজীবী রথীশ চন্দ্র বাবু সোনার শিক্ষিকা স্ত্রী দীপা ভৌমিক স্নিগ্ধা ও তার সহকর্মী প্রেমিক শিক্ষক কামরুল ইসলাম জাফরী মাস্টার। দীপা ভৌমিক ও কামরুল ইসলাম জাফরী একই স্কুলের সহকারী শিক্ষক । তারা রংপুর তাজহাট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক । বাবু সোনা রংপুর জজকোর্টের আইনজীবী ।ঘটনা ঘটেছে রংপুর শহরে ।
আইনজীবী স্বামীর লাশ পুতে রাখার জন্যে দুই কিশোরের সহযোগীতায় ২৮ মার্চ প্রেমিক কামরুলের ভাইয়ের নির্মাণাধীন ভবনের ভেতরের মেঝের মাটি ও বালু সরিয়ে গর্ত করে রাখে তারা। পরেরদিন আইনজীবী স্বামীকে কৌশলে খাবারের সাথে চেতনানাশক মেডিসিন খাওয়ায়। এরপর প্রেমিক কামরুল ও দীপা ভৌমিক মিলে গলায় ওড়না পেচিয়ে শাসরোধ করে হত্যা করে বাবু সোনা কে। হত্যার করার পর লাশ আলমারিতে ঢুকিয়ে রাখে । আলমারি পরিবর্তনের কথা বলে নিয়ে যাওয়া হয় সেই নির্মানাধীন তাজহাট মোল্লা পাড়ার বাড়িতে । বাড়িটি কিছু দূরে তাজহাট মোল্লাপাড়ায় । সেই নির্মাণাধীন ভবনের মেঝের গর্তে লাশ পুতে রাখা হয় ।
র্যাবের জিজ্ঞাসায় খুনি দুজনেই হত্যার কথা স্বীকার করে । র্যাব খুনি দুজন ও বাবু সোনার আত্মীয় সজন সহ ঐ বাড়ির মেঝেতে খুনীদের দেখানো গর্ত থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার করে ।
র্যাব ঐ পরকীয়া প্রেমিক প্রেমিকা এবং গর্ত করতে সহযোগী দুই কিশোরকে গ্রেফতার করেছে ।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন