বিমানে দেহসেবা , ২ বছরে আয় ৮০ কোটি টাকা !

ওয়াশিংটন অনলাইন নিউজ :বিমান আকাশে উড়লে সেখানে টয়লেটে চলে দেহ ব্যবসা । টার্গেট পয়সাওয়ালা বিমান যাত্রী । দিনের পর দিন এই ভাবে ব্যবসা করে ২ বছরে আয় করেছে ১ কোটি মার্কিন ডলার যা ৮০ কোটি টাকার সমান । অবশেষে ঘটনা ফাঁস হয়ে পড়লে ঐ বিমান সেবিকাকে বরখাস্ত করা হয়েছে ।
আমেরিকার সংবাদ মাধ্যমে প্রকাশ থাইল্যান্ডের ঐ সুন্দরী বিমান বালা বিমান আকাশে উড়ার পরে বিমানের টয়লেটে এই ব্যবসা করতেন । এই কাজ করে সে ভাগ্যের চাকা ঘুরিয়েছে ।
ঐ সুন্দরী বিমান বালা মধ্যপ্রাচ্যের এক বিমান কোম্পানিতে কাজ করতেন । সে বলেছে দীর্ঘ যাত্রা পথে দেহসেবা বেশি হতো ।
সে এযাবত প্রায় ৫০০ বার দেহসেবা দিয়েছে এবং প্রতিবার ২০০০ ডলার করে সেবামূল্য নিয়েছেন ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন