ভবিষ্যত কোটা পদ্ধতি -----------বাংলা সংবাদ
কোটা পদ্ধতি নিয়ে অনেকদিন ধরেই চলছে অসন্তোষ । বিভিন্ন কোটা মিলে সরকারি চাকরিতে ৫৬% নিয়োগ হয় । এখন সময় এসেছে বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করার । এমন কোটা ব্যবস্তা থাকতে হবে যেন সবাই সন্তুষ্ট থাকে । নিম্নরূপ কোটা ব্যবস্তা হলে হলে আমার মনে হয় সবাই উপকৃত হবে ।
_________________________________________________
১.মুক্তিযোদ্ধা কোটা ১০%
২.নারী কোটা ১০%
৩.উপজাতি, সংখ্যালঘু ১%
৪.প্রতিবন্ধী ,পঙ্গু ১%
৫.জেলা কোটা ৮%
-------------------------------------------------
মুক্তিযোদ্ধা কোটায় কোনো পরিবারে শুধু একজন মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পাবেন । তিনি অবসরে গেলে নতুন করে ঐ পরিবারে অন্য জন কোটা সুবিধা পাবেন ।
-------------------------------------------------
কোটা সুবিধায় যোগ্য প্রার্থী না থাকলে মেধা কোটা থেকে পূরণ করতে হবে ।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন